AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লুকিয়ে বিয়ে! প্রেমিকের হাত ধরে কেন বিদেশে পালান জ়িনাত

জ়িনাতের ইনস্টাগ্রাম দেখলে বোঝা যায়, নিত্যদিন নানা পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। উদ্দেশ্য একটাই, পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করা। জীবন দর্শনের মাধ্যমে তাঁদের জীবনটাকে সহজ এবং সরল করে তোলে। তাঁর এই পোস্টেরও সেরকমই উদ্দেশ্য।

লুকিয়ে বিয়ে! প্রেমিকের হাত ধরে কেন বিদেশে পালান জ়িনাত
| Edited By: | Updated on: Nov 21, 2025 | 3:36 PM
Share

স্মৃতির পাতায় কত কী-ই না থাকে। সময় বিশেষে কোনও কোনও বিশেষ মুহূর্ত মনে পরে যায়। কখনও প্রথম প্রেম, কখনও বিয়ে। জ়িনাত আমান একবার এক বিয়ের বাড়িতে নিমন্ত্রণ পেয়ে সেখান থেকে ফিরে ধরেছিলেন কলম। অর্থাৎ সেই বিয়ের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর স্মৃতির পাতায় উঁকি দিয়েছিল, তাঁর নিজের বিয়ের গল্প। অনুরাগীদের সঙ্গে তা শেয়ার করে নিয়েছিলেন কিংবদন্তি নায়িকা।

জিনাত জানিয়েছিলেন, তাঁর স্বামী মাঝহারের সঙ্গে বিয়ে করার জন্য সিঙ্গাপুরে পালিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে চুপিসারে তাঁদের বিয়ে হয়। সাক্ষী ছিলেন কেবল দু’জন। জ়িনাত বলেছিলেন, “আমার বিয়ে এক গল্পের মতো। মুম্বইয়ে বিয়ে করিনি। সাত পা ঘুরতে পালিয়ে গিয়েছিলাম সিঙ্গাপুরে। সেখানে সইসাবুদ করে বিয়ে হয় আমাদের। বিয়েতে সাক্ষী ছিলেন কেবল দু’জন।” এত ছিমছাম চুপিসারে বিয়ে করার ফলে মনের মধ্যে আক্ষেপ রয়েছে জ়িনাতের। চাকচিক্য, আলো, সানাই, লোকের ভিড়, সাজগোজ–নিজের বিয়েতে এসবের অভাব খুবই তাড়িয়ে বেড়িয়েছিল তাঁকে। সেই জন্য বিয়েবাড়ি বিষয়টা তাঁর কাছে আজও ভীষণ লোভনীয়। তবে বিয়েতে পরার জন্য বড় অঙ্কের টাকা খরচ করেন না প্রবীণ অভিনেত্রী।

জ়িনাতের ইনস্টাগ্রাম দেখলে বোঝা যায়, নিত্যদিন নানা পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। উদ্দেশ্য একটাই, পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করা। জীবন দর্শনের মাধ্যমে তাঁদের জীবনটাকে সহজ এবং সরল করে তোলে। তাঁর এই পোস্টেরও সেরকমই উদ্দেশ্য।

যে বিয়েবাড়ি থেকে ফিরে জ়িনাত এমন পোস্ট করেছিলেন, সেখানে একটা হালকা সবুজ রঙের সালোয়ার সেট পরেছিলেন তিনি। পোস্টে জিনাতের স্বীকারোক্তি–ধার করা জামা এবং গয়না পরেছিলেন তিনি। জানিয়েছিলেন, বিয়ে বাড়ি শেষ হলে পোশাকটি ড্রাই ক্লিন করে ফের যথা জায়গায় ফেরত পাঠিয়ে দেবেন। গয়নাও ফেরত যাবে একই সঙ্গে।

বলেছেন, “পরবর্তী প্রজন্মকে এই বার্তাই দিতে চাই এই গল্পের মাধ্যমে যে, পোশাকআশাক, গয়নার পিছনে বহু অর্থ খরচের প্রয়োজন পড়ে না। এভাবেও বিয়ে বাড়িতে যাওয়া যায়।”