বড় হচ্ছে আরাধ্যা, মেয়েকে কি বোর্ডিং-এ পাঠাবেন অভিষেক-ঐশ্বর্য?
স্টারকিডদের জীবনে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায়, তা কখনই আরাধ্যাকে সহ্য করতে হয়নি। তবে বড় হচ্ছে আরাধ্যা, মেয়ে কি বোর্ডিং-এ পাঠাবে এই পরিবার?

দেখতে দেখতে বড় হয়ে গেল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। জন্মলগ্ন থেকেই তিনি লাইম লাইটে। বচ্চন পরিবারের স্টারকিড বলে কথা। তাই বলে স্টারকিডদের জীবনে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায়, তা কখনই আরাধ্যাকে সহ্য করতে হয়নি। তবে বড় হচ্ছে আরাধ্যা, মেয়ে কি বোর্ডিং-এ পাঠাবে এই পরিবার?
ঐশ্বর্যের এক বন্ধু একবার খোলসা করেছিলেন, “অন্যান্য স্টারকিডের মতো আরাধ্যা ন্যানির কাছে বড় হয় না। অধিকাংশ সময়ই সেলিব্রিটিরা সন্তানদের কোলে তুলে নেন, যখন সামনে ক্যামেরা দেখেন। তবে ঐশ্বর্য তাঁর সন্তানকে সব সময় ঘিরে থাকেন। ঐশ্বর্যের জায়গায় দাঁড়িয়ে এটা খুব বড় আত্মত্যাগ। যেখানে অন্যান্য স্টারকিডদের বোর্ডিং-এ পাঠানো হয়, সেখানে আরাধ্যা কোথাও যাচ্ছে না।”
একবার এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, “আরাধ্যাকে স্কুল থেকে নেওয়া, তার বাকি কাজ করে দেওয়া, সবটাতেই আমি থাকি। খুব স্বাভাবিকভাবেই এগুলো আমার মধ্যে আসে। এর জন্য কোনও বাড়তি পরিশ্রম লাগে না। এভাবেই আমাদের মায়েরা আমাদের পাশে ছিলেন। যখন একজন কর্মরত নারী মা হওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি অবশ্যই এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকেন। সন্তানকে সেই সময়টা দিতেই হবে, যেটা তাঁর প্রয়োজন।” ফলে বোঝাই যাচ্ছে, আরাধ্যা পরিবারের সঙ্গে থাকছে। তবে উচ্চশিক্ষার জন্যে তাঁকে বাইরে যেতে হবে কি না, সেই উত্তর সময় দেবে।
