প্রিয়াঙ্কার সঙ্গে নিকের সম্পর্ক নিয়ে জলঘোলা প্রথম থেকেই। এই সম্পর্কের খবর যখন প্রথম সামনে আসে, ঠিক তখনই সবটা স্পষ্ট হয়ে গিয়েছিল নেটিজেনদের কাছে। রাতারাতি তারা স্থির করে ফেলেছিল যে এই বিয়েও হবে না আর সম্পর্কও টিকবে না। কিন্তু সেই অনুমানকে ভুল প্রমাণ করে রাতারাতি ঝড় তুলেছিল নিক প্রিয়াঙ্কার বিয়ের খবর। বিয়ের পরও মেলেনি স্বস্তি। বয়সে বড় প্রিয়াঙ্কার মধ্যে এমন কি পেলেন নিক, তারই উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন সকলে।
এমনই সময় আবারও খবর এলো সামনে, নিকের বাড়িতে মানিয়ে নিতে পারছেন না প্রিয়াঙ্কা। সকলেই তাঁকে নিয়ে বিরক্ত, আর তাই শীঘ্রই হবে বিবাহ বিচ্ছেদ। না, সেই খবরকেও বুড়ো আঙুল দেখালেন পিগি চপস। অবশেষে সামনে এলো তাঁদের সন্মান নেওয়ার খবরও। কিন্তু সত্যিই কি বারে বারে ভাগ্য জোরেই নিজেকে এভাবে প্রমাণ করতে সক্ষম হবেন প্রিয়াঙ্কা! হয় তো নয়। কারণ একটাই, সম্প্রতি সেলিব্রিটি জ্যোতিষশাস্ত্র বিদ পন্ডিত জগন্নাথ গুরুজি জানান, নিক ও প্রিয়াঙ্কার ভবিষ্যতের বিষয়। টাইস অব ইন্ডিয়াকে তিনি জানান, বর্তমানে তাঁরা আন্তর্জাতিক স্তরে নিজেদের চাহিদা হারাচ্ছেন। তাই তাঁরা নিজেদাই এখন সম্পর্ককে মজবুত করতে উঠে পড়ে লেগেছেন। বিশেষ করে নিক। তবে এখনই বিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই। তবে পরবর্তীতে সেই সম্ভাবনা রয়েছে বলেই তিনি জানান।
তিনি আরও জানান, তাঁদের মধ্যে বহু ভুল বোঝাবুঝি বর্তমান। আর তাই সম্পর্ক ভাঙার ক্ষেত্রেও এটা অন্যতম কারণ হতে পারে। সেপ্টেম্বর ২০২১ থেকে জুন ২০২৮ পর্যন্ত সময়টা বেশ খারাপ যাবে বলেই অনুমান তাঁর। এই সময়টা সাবধানে না থাকলেই ঘটে যেতে পারে বিপদ। তবে বিচ্ছেদ যদি হয়, তবে সেই সিদ্ধান্তটি নিয়ে থাকবেন নিকই। ২০২৩-এর ডিসেম্বরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও হতে পারে। সব মিলিয়ে এই খবর সামনে আসতেই বেজায় মন খারাপ নিক-প্রিয়াঙ্কা ভক্তদের।