সিঁদুর খেলায় মাতলেন যশ-নুসরত, ছবি পোস্ট করতেই…

Tollywood: মায়ের কাছে এসে পরিবারসহ সকলের শুভ কামনায় বার্তা-- আসছে বছর আবার হবে। শনিবার তাই মণ্ডপে স্বামী যশ দাশগুপ্তের হাত ধরে হাজির হন নুসরত জাহানও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেনিলেন অভিনেত্রী নিজেই।

সিঁদুর খেলায় মাতলেন যশ-নুসরত, ছবি পোস্ট করতেই...
Follow Us:
| Updated on: Oct 13, 2024 | 3:15 PM

দেখতে দেখতে দশমী হাজির। পঞ্জিকা মতে দশমী তিথি পড়ে গিয়েছে শনিবারই। বিভিন্ন জায়গাতে প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু হয়ে গিয়েছে। তাই বহু মণ্ডপে শনিবার থেকেই চলছে সিঁদুর খেলা। সেলিব্রিটিরাও সেই তালিকাতে নাম লিখিয়েছেন। প্রতিবছর অভিনেত্রীদের এই  বিশেষ দিনে সেলিব্রেশনে পাওয়া যায়। চেনা লুক, চেনা সাজ। মায়ের কাছে এসে পরিবারসহ সকলের শুভ কামনায় বার্তা– আসছে বছর আবার হবে। শনিবার তাই মণ্ডপে স্বামী যশ দাশগুপ্তের হাত ধরে হাজির হন নুসরত জাহানও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেনিলেন অভিনেত্রী নিজেই।

নুসরত বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ব্যক্তিজীবনের নানা ছবি মাঝে মধ্যেই সামনে তুলে ধরেন তিনি। তাই তালিকা থেকে বাদ পড়ল না সিঁদুর খেলাও। যদিও নুরসতের কমেন্ট বক্সে ট্রোলারদের সংখ্যা নেহাতই কম নয়। বরাবরই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। তবে তিনি এই বিষয় কখনই খুব একটা মাথা ঘামাতে চান না। খুব একটা নজরও দেন না। এবারও যদিও তার ব্যতিক্রম হল না। কারণ নুসরত ও যশ সিঁদুর খেলার ছবি পোস্ট করতেই শুরু হল চরম সমালোচনা। ধর্ম নিয়েও খোঁটা দিতে ভুললেন না কেউ কেউ।

তবে যশ কিংবা নুসরত, দু’জনেই কাজের বিষয় ছাড়া খুব একটা কোনও কিছু নিয়ে মন্তব্য করেন না। নিজেদের মতো করেই সবটা গুছিয়ে নিতে দেখা যায় জুটিকে। কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে সংসার করছেন তাঁরা। তাই নিয়ম মেনে দুর্গাপুজোতেও হলেন সামিল।