AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তওবা-তওবা’ থেকে ‘সজনি’, বছরভর প্লে-লিস্ট কাঁপাল কোন-কোন গান

Year Ender 2024: গানের মধ্যে থাকতে হচ্ছে একটা পাঞ্চ লাইন। যা রিলস আকারে রাতারাতি হয়ে উঠছে ভাইরাল। ২০২৪-এর ঝুলিতেও তেমন গানের অভাব রইল না। তালিকায় নাম লেখাল কোন-কোন গান?

'তওবা-তওবা' থেকে 'সজনি', বছরভর প্লে-লিস্ট কাঁপাল কোন-কোন গান
| Updated on: Dec 18, 2024 | 6:22 PM
Share

দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে। ইতিমধ্যেই শুরু বছর শেষের কাউন্ট ডাউন। সেরা ছবি থেকে সেরা গসিপ, বিনোদন দুনিয়ায় কে কাকে গোল দিয়ে এগিয়ে গেলেন, সব হিসেবই আরও একবার ছকে নেওয়ার পালা। এবারের সংখ্যায় গান। বর্তমানে গানের এক বিশেষত্ব লক্ষ্য করা যাচ্ছে। গানের মধ্যে থাকতে হচ্ছে একটা পাঞ্চ লাইন। যা রিলস আকারে রাতারাতি হয়ে উঠছে ভাইরাল। ২০২৪-এর ঝুলিতেও তেমন গানের অভাব রইল না। তালিকায় নাম লেখাল কোন-কোন গান?

তওবা-তওবা

ভিকি কৌশল-তৃপ্তী দিম্রি অভিনীত ছবি ব্যড নিউজ-এর গান। যেখানে ভিকি কৌশলের নাচ সকলের মন জয় করে নিয়েছিল রাতারাতি। ট্রেন্ডিং-এ ছিল বছর ভর। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি হয়ে উঠেছিল ভাইরাল।

রাঞ্ঝান

দো পাত্তি সিরিজের এই গানের সুর-তাল-লয় সকলের মনে দাগ কেটেছে। ২০২৪ সালের অধিকাংশেরই পছন্দের প্লেলিস্টে এই গান জায়গা করে নিয়েছে। বছর শেষে যা ২০২৪-র স্মৃতিতে তরতাজা হয়ে থাকবে।

আজ কি রাত

স্ত্রী ২ ছবির এই গান ঝড় তোলে অনুরাগীদের মনে। তামান্না ভাটিয়ার নাচ থেকে শুরু করে গান, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় কয়েকদিনেই। অধিকাংশ রেকর্ড ভেঙে যা হিটলিস্টে স্থায়ী জায়গা করে নিয়েছে।

সজনি রে

লাপাতা লেডিস ছবির গান সজনি রে অন্যতম চর্চিত ট্র্যাক। ২০২৪ সালে এই গান দর্শক মনে উল্লেখযোগ্য ছাপ ফেলে যায়। অরিজিৎ সিং-অনুরাগীদের কাছে ২০২৪-এর এই গান হল সেরা প্রাপ্তী।

সোলমেট

অরিজিৎ সিং-এর সোলমেট ২০২৪ সালের অন্যতম চর্চিত গান। যেখানে বাদশার ব়্যাপ শ্রোতাদের মনে বিশেষ ছাপ ফেলেছে। এই ধরনের উপস্থাপনায় অরিজিৎ সিং প্রথম। সাধারণত ছকভাঙা গানে খুব একটা দেখা যায় না অরিজিৎকে, তবে সোলমেট ব্যতিক্রমী হয়ে মন কাড়ছে সকলের।