AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলের হাত ধরে এবার নতুন পথে মিঠুন-যোগিতা! কোন চমক আসতে চলেছে?

সমাজ মাধ্যমের একটি পোস্টে দেখা গিয়েছে মিঠুন ও যোগিতা বালির পুত্র অভিনেতা নমশি চক্রবর্তীর পরিচালনায় একটি স্বল্প দৈর্ঘ্যের সিরিজে অভিনয় করতে চলেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী যগিতা বালি।

ছেলের হাত ধরে এবার নতুন পথে মিঠুন-যোগিতা! কোন চমক আসতে চলেছে?
| Updated on: May 21, 2025 | 7:58 PM
Share

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সুখী দাম্পত্য জীবন বহু বছরের। মিঠুন চক্রবর্তী বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন তাঁর সবথেকে ভাল বন্ধু  স্ত্রী যোগিতা বালি। যোগিতা বালির সঙ্গে বেশ কয়েকটি হিট ছবি করেছেন মিঠুন চক্রবর্তী। ‘আখরি বদলা’, ‘ কারাট’, ‘বেশক’, ও বাংলা ছবি ‘স্বর্ণতৃষ্ণা ‘। শোনা যায় সিনেমার সেটেই আলাপ ও প্রেম , সেই প্রেম পরিনতি পেয়েছে বিবহ বন্ধনে।

তবে  বিয়ের পর  সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন যোগিতা বালি।  বলিউডের অন্দরমহলের খবর, চার দশক পর আবার এই জুটি ফিরে আসতে চেলছে পর্দায়। সমাজ মাধ্যমের একটি পোস্টে দেখা গিয়েছে মিঠুন ও যোগিতা বালির পুত্র অভিনেতা নমশি চক্রবর্তীর পরিচালনায় একটি স্বল্প দৈর্ঘ্যের সিরিজে অভিনয় করতে চলেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী যগিতা বালি। সম্ভবত এই স্বল্পর্দৈঘ্যের সিরিজের নাম ‘টোস্টেড’। সিরিজের শ্যুটিং শুরু হওয়ার কথাও শোনা যাচ্ছে। আশা করা যায় সব ঠিক থাকলে এই বছরের নভেম্বর মাস থেকেই শুট শুরু।

মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালি ব্যক্তিগত জীবন সব সময়ই অন্তরালেই রাখতে পছন্দ করেন। তাঁদের তিন পুত্র ও এক কন্যা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। মিঠুন চক্রবর্তী সিনেমা থেকে ছোট পর্দার রিয়ালিটি শো, সবেতেই চুটিয়ে কাজ করছেন। অভিনয়ের পাশাপিশি তিনি রাজনীতিতোও ভিষণভাবে সক্রিয়। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। লাইট ক্যামেরা অ্যাকশনেই তিনি আজও প্রাণ ফিরে পান। তাই তিনি সেটে থাকা মানেই দর্শকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। ফলে এই জুটির খবর রটতেই সকলে মুখিয়ে রয়েছেন এই স্বল্পদৈর্ঘ্যের ছবির আশায়। এখন দেখার সত্যিই এই জুটিকে ক্যামেরার সামনে আনতে পারেন কি না নমশি।