AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাটিতে ফেলে জিনতকে মারধর! সঞ্জয় খানের কোন কুকীর্তি ফাঁস করলেন সহঅভিনেতা?

সঞ্জয় খান যখন জিনতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখন বলিউডের আরেক অভিনেতা দীপক পরাসর মনে মনে ভালবেসেছিলেন জিনতকে। কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। দীপক চাননি, ভালবাসার কথা সামনে এনে জিনতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে। কিন্তু জিনতের কঠিন সময়ে নিজের কাঁধ এগিয়ে দিয়েছিলেন দীপক।

মাটিতে ফেলে জিনতকে মারধর! সঞ্জয় খানের কোন কুকীর্তি ফাঁস করলেন সহঅভিনেতা?
| Updated on: Oct 14, 2025 | 4:38 PM
Share

বলিউড ডিভা জিনত আমান ও স্টাইলিশ নায়ক সঞ্জয় খানের প্রেমের গল্প এক সময় বলিউডে হইচই ফেলে দিয়েছিল। অনেকেই ভেবেছিলেন, সুন্দরী জিনত হয়তো হ্যান্ডসাম সঞ্জয়কেই বিয়ে করবেন। কিন্তু তেমনটা হয়নি। শোনা যায়, জিনতের উপর অকথ্য অত্য়াচার করতেন সঞ্জয়। আর সেই অত্য়াচার সহ্য করতে না পেরেই, একসময় সঞ্জয়ের সঙ্গে ব্রেকআপ করে নেন অভিনেত্রী। একটা রাতের ঘটনাই জিনতকে ব্রেকআপের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কী ঘটেছিল সেই রাতে?

সঞ্জয় খান যখন জিনতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখন বলিউডের আরেক অভিনেতা দীপক পরাসর মনে মনে ভালবেসেছিলেন জিনতকে। কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। দীপক চাননি, ভালবাসার কথা সামনে এনে জিনতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে। কিন্তু জিনতের কঠিন সময়ে নিজের কাঁধ এগিয়ে দিয়েছিলেন দীপক। যেদিন রাতে সঞ্জয় খানের হাতে আহত হন জিনত, একমাত্র পাশে ছিলেন দীপকই। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিক জানালেন সেই কথাই।

কী ঘটেছিল জিনতের সঙ্গে?

সময়টা ছয়ের দশকের শেষ। খান্ডালার একটি ফার্ম হাউজে একটা ছবির শুটিং করছিলেন জিনত। আর মুম্বইতে ছিলেন সঞ্জয়। প্রথম থেকেই জিনতকে সন্দেহ করতেন সঞ্জয়। মনের ভিতর ছিল জিনতকে হারিয়ে ফেলার ভয়। সেই সন্দেহর উপর ভর করেই, মাঝে মধ্যেই জিনতের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন সঞ্জয়। সেদিন রাতেও ঠিক এরকমই ঘটেছিল।

Rajesh (3)

অভিনেতা দীপক পরাসর।

সঞ্জয় খান ভাবতেন, জিনত তাঁর পাশাপাশি অন্য আরেক পুরুষের প্রেমে মত্ত। আর সেই সন্দেহের বশেই খান্ডালার শুটিং স্পটে আচমকা পৌঁছে যান। আর সেখানে গিয়েই জিনতের সঙ্গে অশান্তি। এমনকী, জিনতকে মারধরও করেছিলেন সঞ্জয়।

জিনত কখনও চাননি তাঁর জীবনের এমন অন্ধকার অধ্যায়ের কথা সামনে আনতে। তাই কোনও সাক্ষাৎকারে কখনও একথা বলেননি। তবে দীপিক পরাসরকে বন্ধু ভেবে মনের আবেগ আলগা করেছিলেন জিনত।