জুবিনের মৃত্যুর পরও কেন রোজ পরছেন সিঁদুর? প্রশ্ন উঠতেই মুখ খুললেন স্ত্রী গরিমা
স্ত্রী গরিমা সাইকিয়া ছিলেন জুবিনের ছায়াসঙ্গী। সম্প্রতি জুবিনের মৃত্যুর সোশাল মিডিয়ায় নানা সময়ে ছবি ও ভিডিয়ো পোস্ট করার পর, গরিমার সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছে। আর তা দেখেই সোশাল মিডিয়ায় একাংশ গরিমাকে কটাক্ষ করতে শুরু করেছে। এবার সেই কটাক্ষের উত্তর দিলেন জুবিন গর্গের স্ত্রী গরিমা।

প্রায় ২০ দিন কেটে গিয়েছে জুবিন নেই তাঁর জীবনে। হ্য়াঁ, কিন্তু মনে, স্মৃতিতে এখনও উজ্জ্বল। আর হবে নাই বা কেন, প্রেমে পড়ার সেই প্রথম দিন থেকে, একেবারে শেষযাত্রা। স্ত্রী গরিমা সাইকিয়া ছিলেন জুবিনের ছায়াসঙ্গী। সম্প্রতি জুবিনের মৃত্যুর সোশাল মিডিয়ায় নানা সময়ে ছবি ও ভিডিয়ো পোস্ট করার পর, গরিমার সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছে। আর তা দেখেই সোশাল মিডিয়ায় একাংশ গরিমাকে কটাক্ষ করতে শুরু করেছে। এবার সেই কটাক্ষের উত্তর দিলেন জুবিন গর্গের স্ত্রী গরিমা। স্পষ্ট জানিয়ে দিলেন, কেন তিনি এখনও সিঁথিতে সিঁদুর পরছেন।
কী বললেন গরিমা?
গরিমা পেশায় ফ্যাশন ডিজাইনার। অসমের গোঘাটের মেয়ে। জানা যায়, জুবিনের গান মুগ্ধ হয়ে তাঁকে চিঠি পাঠিয়ে ছিলেন। আর সেই থেকেই জুবিনের বন্ধুত্ব, পরে প্রেম। ২০০২ সালে বিয়ে করেন দুজনে। তারপর থেকে জুবিনের ছায়াসঙ্গীই ছিলেন গরিমা।
গরিমা জানিয়েছেন, আমার সিঁদুর পরা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে জানতে পারলাম। প্রথমটা ভেবেছিলাম, এই বিষয়ে কোনও মন্তব্য করব না। পরে মনে হল, সবাইকে ব্যাপারটা বোঝানো দরকার। জুবিনের মৃত্যর পর আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি। সারাজীবন আমি সিঁদুর পরে থাকব। আমার মন বলছে, ফের জুবিনের সঙ্গে দেখা হবে আমার। পরের জন্মে ওকেই চাই। তাই এই সিঁদুর।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, বাঁচানো যায়নি তাঁকে। জুবিনের হঠাৎ এমন আকস্মিক মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠেছিল।
