AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে শেষ বাংলা গান রেকর্ড করেছিলেন জুবিন, মুক্তি পাবে কবে?

সেখানে স্কুবা করতে গিয়ে হঠাৎই তাঁর মৃত্যু হয়। সেই খবর ভারতে আসতেই সেলেব থেকে শ্রোতাদের মধ্যে শোকের ছায়া। বাংলা সিনেমার একের পর এক কালজয়ী গান রয়েছে জুবিনের। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় তিরিশ বছরের সম্পর্ক। বহু হিট বাংলা ও হিন্দি গান রয়েছে এই জুটির।

জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে শেষ বাংলা গান রেকর্ড করেছিলেন জুবিন, মুক্তি পাবে কবে?
| Edited By: | Updated on: Sep 20, 2025 | 2:27 PM
Share

আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় গায়ক জুবিন গর্গ। শুক্রবার দুপুরে খবর আসতেই বলিউড , টলিপাড়া ও অসমের সঙ্গীত মহলে শোকের ছায়া। সিঙ্গাপুরে একটি কনসার্টের জন্য গিয়েছিলেন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। সেখানে স্কুবা করতে গিয়ে হঠাৎই তাঁর মৃত্যু হয়। সেই খবর ভারতে আসতেই সেলেব থেকে শ্রোতাদের মধ্যে শোকের ছায়া। বাংলা সিনেমার একের পর এক কালজয়ী গান রয়েছে জুবিনের। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় তিরিশ বছরের সম্পর্ক। বহু হিট বাংলা ও হিন্দি গান রয়েছে এই জুটির। জুবিনের প্রথম বাংলা গান যেমন ছিল সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, ঠিক তেমনই বাংলায় জুবিনের শেষ গান সুরকার জিৎ এর সঙ্গে।

এই বিষয়ে সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় টিভিনাইন বাংলার কাছে বলেন, ” আমার তিরিশ বছরের বন্ধুর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। কত গান আমরা একসঙ্গে তৈরি করেছি। ওর জীবনের শেষ বাংলা গানটাও আমার সঙ্গেই হয়ে থাকল। কিছুদিন আগেই একটি বাংলা ছবি নাম ‘সে তো আজও বোঝেনা’ র জন্য দেখা হয়েছিল। চারদিন আগেই ওর সঙ্গে কথা হল, বললাম ওকে দারুণ গেয়েছিস, ও বলল আমি ফিরে এই গানটা দারুণ করে প্রোমোট করব। তখন কি বুঝেছি, যে এটাই শেষ গান! গতকাল ওর গানটা নিয়েই স্টুডিতে বসেছিলাম ব্যালেন্স করতে, তখনই খবরটা আসে। আমি ভেঙে পড়েছি। আমার সুরেই ওর শেষ বাংলা গান হয়ে থাকল, প্রসেনের কথায় এই গানটা কবে আসবে আমি জানি না, তবে শ্রোতাদের কাছে এটাই জুবিনের শেষ বাংলা গান হয়ে থাকল।”

পরিচালক রণরাজের পরিচালিত ছবি ‘সেতো আজও বোঝে না’ ছবির জন্য শেষ বাংলা গান হয়ে থাকবে জুবিনের। এই ছবিতে সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারের জন্য এই গান করেছিলেন জুবেন গর্গ। প্রসঙ্গত ‘অমানুষ’ ছবিতে সোহম চক্রবর্তীর জন্য জুবিনের বিখ্যাত গান ‘বোঝে না সে বোঝেনা’ দর্শকদের এখনও মনে রয়ে গিয়েছে। সুরকার সেই জিৎ গঙ্গোপাধ্যায়। জুবিনের শেষ গানও সেই সোহম ও জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই রয়ে গেল।