মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল জুবিনের সঙ্গে? সত্যিটা জানালেন স্ত্রী গরিমা
প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আর এবার জুবিনের স্ত্রীই জানিয়ে দিলেন মৃত্যুর আগে ঠিক ঘটেছিল জুবিনের সঙ্গে?

আচমকাই গোটা দেশের সঙ্গীতপ্রেমী মানুষ চমকে গেলেন এক মৃত্যুর খবরে। হ্যাঁ, সবাইকে চোখের জলে ভাসিয়ে, অকালেই চলে গেলেন ইয়া আলি… জুবিন গর্গ। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আর এবার জুবিনের স্ত্রীই জানিয়ে দিলেন মৃত্যুর আগে ঠিক ঘটেছিল জুবিনের সঙ্গে?
কী বলেন জুবিনের স্ত্রী ফ্যাশন ডিজাইনার গরিমা?
এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে গরিমা জানান, ”রবিবারই সিঙ্গাপুর থেকে ফেরার কথা ছিল জুবিনের। কিন্তু তা আর হল না। ওকে হারালাম।” জুবিনের স্ত্রী আরও জানালেন, স্কুবা করতে গিয়ে ওর মৃত্যু হয়নি। ওই সময় জুবিনের সঙ্গে আরও দুজন ছিল। সিদ্ধার্থ ও শেখর। ওরা তিনজন একসঙ্গে স্কুবা করছিল। ওরা প্রথমে দ্বীপে ফিরে আসে। কিন্তু জুবিন আবার সমুদ্রের জলে সাঁতার কাটতে যায়। সমুদ্রের জলেই হঠাৎ অচেতন অবস্থায় পাওয়া যায় জুবিনকে।
জুবিনের স্ত্রী গরিমা জানান, বহু বছর ধরেই মৃগীর সমস্যায় ভুগছিলেন জুবিন। সেই সময়ও মৃগীর সমস্যা দেখা দিয়েছিল। বন্ধুরা ওকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না।
মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মন মানে না’, ‘পিয়া রে’ তাঁর জনপ্রিয় গান। বলিউডে প্রীতমের হাত ধরে ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকেও পড়েছিলেন গায়ক। দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাঁকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে।
