কোভিড-১৯ আমাদের জীবনধারা অনেক বদলে দিয়েছে। তার মধ্যে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন হয়েছি। কিন্তু তা হলেও এখনও অবধি আমাদের মধ্যে হার্ট সম্পর্কিত সচেতনতার জাগরণ হয়নি বললেই চলে। কারণ বিশ্বব্যাপী মানুষ এখন ৭০ বছর বয়সের আগেই হৃদরোগে আক্রান্ত হন। বিগত দু দশক ধরে হৃদ জনিত রোগ সারা বিশ্বে একটি বড় আকার ধারণ করেছে।
হার্ট আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আর যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চাই, তাহলে এই অঙ্গটাকে সচল রাখা খুব জরুরি। হৃদ জনিত রোগের মধ্যে হার্ট অ্যাটাকের প্রসঙ্গই সবার ওপরে উঠে আসে। করোনারি ধমনীতে ফ্যাট এবং ক্যালসিফাইড প্লাক জমা হওয়ার কারণে রক্তের প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং এর ফলে হার্ট অ্যাটাক হয়। কিন্তু এই ফ্যাট ও ক্যালসিফাইড প্লাক এক দিনে তৈরি বা জমা হয় না। দীর্ঘদিনের জীবনযাত্রা, ডায়েট, ব্যায়াম এবং আরও অনেক কিছুও ওপর নির্ভর করে এই ঘটনা ঘটে। এর মধ্যে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্থূলতা, ডায়াবেটিস, পারিবারিক ইতিহাস, খাদ্যাভ্যাসের মত অস্বাস্থ্যকর জীবনধারা, এবং ধূমপান ও মদ্যপানের মত বিষয়গুলিও অন্তরভুক্ত রয়েছে।
যাতে আমাদের হার্ট সুস্থ থাকে এবং রক্তের প্রবাহে বাধা সৃষ্টি না হয় তাই এখানে কিছু আয়ুর্বেদিক টিপস দেওয়া হল, যা অনুসরণ করে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন।
আরও পড়ুন: মানসিক চাপ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ, জানালেন চিকিৎসকেরা!
আরও পড়ুন: এই আয়ুর্বেদের উপায়গুলি গ্রহণ করুন আর হৃদ রোগের ঝুঁকি কমান!