Smoking Effects On Skin: আপনি ধূমপান না করলেও পাশের ব্যক্তি ধোঁয়া ছাড়লে ক্ষতি আপনার ত্বকেরও
Skin Diseases: আপনি ধূমপান করেন না? কিন্তু এমন মানুষের আশেপাশে থাকেন যিনি ধূমপান করেন, আপনার কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে।
আপনি ধূমপান করেন না? কিন্তু এমন মানুষের আশেপাশে থাকেন যিনি ধূমপান করেন, আপনার কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। অন্তত এমনটাই দাবি জানাচ্ছে নতুন গবেষণা। পরোক্ষ ধূমপানও ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো চর্মরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। ধূমপান না করেও ত্বকের সমস্যা—এই বিষয়টি উদ্বেগ তৈরি করছে।
ধূমপান করলে ফুসফুসের পাশাপাশি দেহের নানা অঙ্গের ক্ষতি হয়। এর মধ্যে ত্বকও রয়েছে। ধূমপানের কারণে ত্বকের ক্ষতি কোনও নতুন তথ্য নয়। কিন্তু সাম্প্রতিক তথ্য উদ্বেগ তৈরি করেছে। থার্ডহ্যান্ড স্মোকিং অর্থাৎ আপনি যদি ধূমপান নাও করেন, আপনার আশেপাশের মানুষ যদি ধূমপান করেন তাহলেও আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
সিগারেটের ধোঁয়ায় মারাত্মক ক্ষতি হয় ত্বকের। সিগারেটের ধোঁয়ার মধ্যে এমন বেশ কিছু বিষাক্ত পদার্থ থাকে যা ত্বকের সংস্পর্শে এসে চর্মরোগের ঝুঁকি বাড়ায়। এর মধ্যে ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো চর্মরোগ অন্তর্ভুক্ত। এই প্রথম ধূমপান করে না এমন ব্যক্তিদের নিয়ে এই গবেষণা করা হয়েছে। eBioMedicine-এ প্রকাশিত ওই গবেষণায় জানা গিয়েছে, থার্ডহ্যান্ড স্মোকিং ত্বকের ক্ষতি করে।
ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, থার্ডহ্যান্ড স্মোকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের ত্বকের সংস্পর্শে সিগারেটের ধোঁয়া এসে তা প্রদাহ তৈরি করে। এতে অক্সিডেটিভ চাপ তৈরি হয়। পরোক্ষ ধূমপানও ক্যানসার, হৃদরোগের মতো রোগের পিছনে দায়ী। একইভাবে, ধূমপান না করলেও ত্বকের রোগ হতে পারে সিগারেটের ধোঁয়ায়।
ইউসি সান ফ্রানসিসকোতে হওয়া ওই গবেষণায় ২২ থেকে ৪৫ বছর বয়সী ১০ জন সুস্থ মানুষের উপর পরীক্ষা চালানো হয়। ওই ১০ জন মানুষ ধূমপান করেন না। অংশগ্রহণকারীদের থার্ডহ্যান্ড স্মোকিংয়ের সঙ্গে জড়িত বিষয়গুলোর মধ্যে রাখা হয়েছিল। যেমন তাদের তিন ঘণ্টা ধরে সিগারেটের ধোঁয়া জড়িত পোশাক পরানো হয়েছিল । তারপর তাদের প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫ মিনিটের জন্য ট্রেডমিলে হাঁটতে বলা হয়েছিল। এতে তাদের শরীর থেকে ঘাম নিঃসৃত হয়েছে যা ওই থার্ডহ্যান্ড স্মোকিংয়ের সঙ্গে জড়িত পোশাকের সংস্পর্শে এসেছে। অর্থাৎ ত্বকের সংস্পর্শে ওই পোশাক আসছে। এই গবেষণা থেকে দেখা গিয়েছে, যাঁরাই থার্ডহ্যান্ড স্মোকিংয়ের সংস্পর্শে এসেছে, তাঁদের মধ্যে ত্বক জনিত সমস্যা দেখা দিয়েছে।