How to Get Water Out of Your Ears: স্নানের সময় ভুল করে কানে জল ঢুকে গেছে? চটপট এই কাজগুলো করে ফেলুন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 26, 2022 | 8:58 AM

Water in your ear: সামান্য জল ঢুকলে সমস্যা তেমন হয় না, তবে অনেকটা জল (Water in Ear) ঢুকলে সমস্যা গুরুতর হতে পারে। এমন ক্ষেত্রে কান বন্ধ (Closed Ear) হয়ে যাওয়া থেকে শুরু করে কানে যন্ত্রণাসহ (Ear Pain) নানা সমস্যা দেখা দেয়।

How to Get Water Out of Your Ears: স্নানের সময় ভুল করে কানে জল ঢুকে গেছে? চটপট এই কাজগুলো করে ফেলুন...
প্রতীকী ছবি

Follow Us

স্নান করতে গিয়ে অসাবধানতাবশত অনেকেরই কানে জল ঢুকে (Water in Ear) যাওয়ার ঘটনা ঘটে। ছোটদের পাশাপাশি বড়রাও এ সমস্যায় পড়েন। কানে জল ঢুকলে তার থেকে ইনফেকশনও (Ear Infection) হয়ে যতে পারে। ফলে এ বিষয়টি সাধারণভাবে নেওয়া মোটেও ঠিক নয়। যদিও সামান্য জল ঢুকলে সমস্যা তেমন হয় না, তবে অনেকটা জল ঢুকলে সমস্যা গুরুতর হতে পারে। এমন ক্ষেত্রে কান বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে কানে যন্ত্রণাসহ (Ear Pain) নানা সমস্যা দেখা দেয়। তাই কানে জল ঢুকলে দ্রুত কী কী করবেন জেনে নিন-

১) যে কানে জল ঢুকেছে, সেদিকে মাথা কাত করুন। হাতের তালু অন্য কানের উপরে রেখে চাপ দিন। এবার হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা জল বের হয়ে যাবে। এভাবে বেশ কয়েকবার করুন।

২) লম্বা শ্বাস নিয়ে আঙুল দিয়ে নাক বন্ধ করুন। তারপর নাক দিয়েই নিঃশ্বাস নিন। খুব জোরে বল প্রয়োগ করবেন না। যখন কানে আওয়াজ শুনতে পাবেন, তখনই বুঝবেন জল বেরিয়ে বন্ধ কান ঠিক হয়ে গেছে।

প্রতীকী ছবি

৩) কানে জল ঢুকলে যদি বের না হয়, তাহলে চুইংগাম চিবিয়ে খান। এ সময় দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলোর নড়াচড়ায় কানের জল বেরিয়ে আসবে।

৪) আরও এক উপায়ে কানের জল বের করতে পারেন। এজন্য যে কানে জল ঢুকেছে সে কানটিতে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকুন। সম্ভব হলে ঘুমিয়ে পড়ুন। ঘুম ভাঙলে দেখবেন সমস্যা অনেকটাই মিটেছে।

৫) হেয়ার ড্রায়ার ব্যবহার করেও কানের জল বের করতে পারেন। কানে গরম হাওয়া দিলেও স্বস্তি পাবেন।

৬) অনেকক্ষেত্রে বলা হয়, যে কানে জল ঢুকেছে সেই কানে আরেকটু জল দিয়ে দিলে আগের জলও একসঙ্গে বেরিয়ে যায়। তবে, এটা করা কিছুটা বিপজ্জনক হওয়ায় এমনটা না করাই স্বাস্থ্যকর।

৭) এছাড়া আপনি তুলো দিয়ে কানের পর্দায় আসতে আসতে ঘষতে পারেন। তুলো কানের মধ্যে জমে থাকা জল টেনে নিতে পারে। সেক্ষেত্রে বন্ধ হওয়া কান আবার খুলে যায়।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন: Bone Death: কোভিড থেকে সেরে ওঠার পর বাড়ছে অস্টিওনেক্রোসিসের মত সমস্যা! যে ভাবে শনাক্ত করবেন এবং সাবধান হবেন

আরও পড়ুন: Child’s Health: আপনার শিশুর ওরাল হেলথের যত্ন নিতে হবে আপনাকেই! এর জন্য কী উপায় মেনে চলবেন?

আরও পড়ুন: Ayurveda tips: ওজন ঝরাতে রাতেও টকদই খাচ্ছেন নাকি! দই খাওয়ার সময় এমন চরম ভুলগুলি করলে, সাবধান হোন এখনই

Next Article