উদ্বেগ বাড়ছে ডেল্টা প্লাস নিয়ে! বিপজ্জনক নয়া প্রজাতি প্রতিরোধে কী কী করবেন?
এই নয়া ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে হলে ভ্যাকসিনের সবকটি ডোজ় গ্রহণ করতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিলেও সংক্রমণ এড়ানো যাবে না।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নাজেহাল দেশ। তারই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট (Delta Plus Varient) । দেশে প্রথম করোনার নয়া প্রজাতিতে মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মধ্যপ্রদেশ ছাড়া ও অন্যান্য রাজ্যেও এই নয়া মারাত্মক প্রজাতির সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরালো হচ্ছে।
দেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা ৪০ ছুঁয়েছে। ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট যথেষ্ট উদ্বেজনক। তার কারণ, করোনার এই নয়া প্রজাতিক আরও দ্রুত হারে সংক্রমণ ছড়াতে পারে। আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, জাপান, পোল্যান্ড, নেপাল, চিন, রাশিয়াতেও এই মারণ সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। ভারত সরকার জানিয়েছে, এই ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হলে ফুসফুসে বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কী ভাবে এই মারাত্মক সংক্রমণকে প্রতিরোধ করবেন, জেনে নিন…
করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হতেই দেশের অনেক রাজ্যে আনলক পরিস্থিতি জারি করা হয়েছে। সাধারণ মানুষের সুরক্ষার কথা সাধারণকেই মাথায় রাখতে হবে। এতদিনে তো জানা হয়ে গিয়েছে, এই করোনাভাইরাসকে প্রতিরোধ করতে গেলে কী কী বাধ্যতামূলক ব্যবস্থা নিতেই হবে। নয়া সংক্রমণের হাত থেকে বাঁচতে নিজেকে ও নিজের প্রিয়জনদেরকেও নিরাপদ রাখার চেষ্টা করুন।
আরও পড়ুন: টিকা নেওয়ার আগে পেইন কিলার খেয়েছেন নাকি! কী বলছে WHO?
– আগের ভ্যারিয়েন্টsর তুলনায় নয়া ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আরও দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। ডাবল মাস্কিং এক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক। বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বের হবেন না। ভিড় বা জমায়েত এড়িয়ে চলুন। সঙ্গে রাখুন হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার। বার বার হাত স্যানিটাইজ করতে ভুলবেন না যেন। ।
– প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভাল। বাড়ির বাইরে পা রাখা মানেই মুখে মাস্ক থাকা জরুরি। বিশেষ করে, এই সময় শিশুদেরও বাইরে নয়, বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা করুন। বাড়ির ভিতরেই তাঁদের মনোরঞ্জনের জন্য অন্দরেই ব্যবস্থা করুন।
– অতিমারির বিরুদ্ধে লড়াই করা জন্য করোনার টিকার ২টি ডোজ় গ্রহণ করা বাধ্যতামূলক। শরীরের মধ্যে অ্যান্টিবডি প্রবেশ করিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই জারি রাখা সকলেরই কাম্য। এই নয়া ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে হলে ভ্যাকসিনের সবকটি ডোজ় গ্রহণ করতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিলেও সংক্রমণ এড়ানো যাবে না। তবে সংক্রমিত হলেও ঝুঁকি অনেকটাই কম থাকবে।