India’s G20 presidency: ঐতিহাসিক মুহূর্তের স্মরণে দেশের ১০০-র বেশি ঐতিহাসিক স্থানে আলোর সাজ, দেখুন ছবিতে ছবিতে

India's G20 presidency: বৃহস্পতিবারই (১ ডিসেম্বর), সরকারিভাবে জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। এই গর্বের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশের ১০০-রও বেশি ঐতিহ্যশালী কাঠামোকে আলো দিয়ে সাজানো হয়েছে।

| Edited By: | Updated on: Dec 02, 2022 | 3:22 PM
বৃহস্পতিবারই (১ ডিসেম্বর), সরকারিভাবে জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। এই গর্বের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশের ১০০-রও বেশি ঐতিহ্যশালী কাঠামোকে আলো দিয়ে সাজানো হয়েছে। ছবিতে নয়া দিল্লির লাল কেল্লাকে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবারই (১ ডিসেম্বর), সরকারিভাবে জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। এই গর্বের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশের ১০০-রও বেশি ঐতিহ্যশালী কাঠামোকে আলো দিয়ে সাজানো হয়েছে। ছবিতে নয়া দিল্লির লাল কেল্লাকে দেখা যাচ্ছে।

1 / 15
ঐতিহ্যশালী কাঠামোগুলিতে আলোর মাধ্যমে ভারতের জি-২০ সভাপতিত্বের লোগো প্রতিফলিত করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মধ্য প্রদেশের মান্ডুর রাজ প্রাসাদ।

ঐতিহ্যশালী কাঠামোগুলিতে আলোর মাধ্যমে ভারতের জি-২০ সভাপতিত্বের লোগো প্রতিফলিত করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মধ্য প্রদেশের মান্ডুর রাজ প্রাসাদ।

2 / 15
আগামী এক সপ্তাহ ধরে এভাবেই আলোয় সজ্জিত থাকবে দেশের ১০০টিরও বেশি ঐতিহ্যবাহী স্থান। ছবিতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের ঐতিহ্যবাহী 'মাখন গোলা' পাথর।

আগামী এক সপ্তাহ ধরে এভাবেই আলোয় সজ্জিত থাকবে দেশের ১০০টিরও বেশি ঐতিহ্যবাহী স্থান। ছবিতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের ঐতিহ্যবাহী 'মাখন গোলা' পাথর।

3 / 15
এই ঐতিহাসিক কাঠামোগুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকতি পাওয়া স্থানও। ছবিতে দেখা যাচ্ছে মধ্য প্রদেশের সাঁচি স্তূপ।

এই ঐতিহাসিক কাঠামোগুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকতি পাওয়া স্থানও। ছবিতে দেখা যাচ্ছে মধ্য প্রদেশের সাঁচি স্তূপ।

4 / 15
এক বছরের জন্য এই সভপতিত্ব গ্রহণ করেছে ভারত। ছবিতে দেখা যাচ্ছে রাজস্থানের কুম্ভলগড় দূর্গ।

এক বছরের জন্য এই সভপতিত্ব গ্রহণ করেছে ভারত। ছবিতে দেখা যাচ্ছে রাজস্থানের কুম্ভলগড় দূর্গ।

5 / 15
শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরও একইভাবে ভারতের জি২০ সভাপতিত্বের লোগোয় সেজে উঠেছে।

শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরও একইভাবে ভারতের জি২০ সভাপতিত্বের লোগোয় সেজে উঠেছে।

6 / 15
ছত্তীসগঢ়ের শ্রীপুরে অবস্থিত লক্ষ্মণ মন্দিরেও একই দৃশ্য দেখা গিয়েছে।

ছত্তীসগঢ়ের শ্রীপুরে অবস্থিত লক্ষ্মণ মন্দিরেও একই দৃশ্য দেখা গিয়েছে।

7 / 15
এক বছর ধরে ভারতের ৫৫টি স্থানে ২০০টিরও বেশি বৈঠক হবে জি২০ বিষয়ক। ছবিতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের পঞ্চরথ।

এক বছর ধরে ভারতের ৫৫টি স্থানে ২০০টিরও বেশি বৈঠক হবে জি২০ বিষয়ক। ছবিতে দেখা যাচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের পঞ্চরথ।

8 / 15
বিহারের বিখ্যাত নালন্দা স্তূপও সেজে উঠেছে জি২০-র আলোয়।

বিহারের বিখ্যাত নালন্দা স্তূপও সেজে উঠেছে জি২০-র আলোয়।

9 / 15
তামিলনাড়ুর থাঞ্জাভুর বড় মন্দিরের প্রবেশ দ্বারেও দেখা গিয়েছে ভারতের জি২০ সভাপতিত্বের লোগো।

তামিলনাড়ুর থাঞ্জাভুর বড় মন্দিরের প্রবেশ দ্বারেও দেখা গিয়েছে ভারতের জি২০ সভাপতিত্বের লোগো।

10 / 15
বাদ যায়নি কলকাতার টাউনহলও।

বাদ যায়নি কলকাতার টাউনহলও।

11 / 15
মহারাষ্ট্রের পুরোনো হাইকোর্ট ভবনও সাজানো হয়েছে আলোয়।

মহারাষ্ট্রের পুরোনো হাইকোর্ট ভবনও সাজানো হয়েছে আলোয়।

12 / 15
লাদাখের হেমিস বৌদ্ধ মঠের দৃশ্য।

লাদাখের হেমিস বৌদ্ধ মঠের দৃশ্য।

13 / 15
নয়া দিল্লিতে লালকেল্লার পাশাপাশি জি২০-র লোগো দেখা যাচ্ছে 'হুমায়ুন কা মকবরা'তেও।

নয়া দিল্লিতে লালকেল্লার পাশাপাশি জি২০-র লোগো দেখা যাচ্ছে 'হুমায়ুন কা মকবরা'তেও।

14 / 15
রাজস্থানের জয়পুরের জগৎশিরোমণি মন্দির।

রাজস্থানের জয়পুরের জগৎশিরোমণি মন্দির।

15 / 15
Follow Us: