AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cough Syrup-Death: ১২ শিশুর মৃত্যু কাফ সিরাপেই? দেশ জুড়ে নির্দেশিকা জারি করল কেন্দ্র

Cough Syrup: গত অগস্ট মাস থেকে এই বিষয়টি সামনে আসতে শুরু করে। পারাসিয়া নামে একটি গ্রামে পরপর পাঁচ শিশুর মৃত্যু হয় কাফ সিরাপ খাওয়ার পরই। এছাড়া গত এক সপ্তাহে রাজস্থানে তিন শিশুর মৃত্যু হয়েছে একইভাবে। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র।

Cough Syrup-Death: ১২ শিশুর মৃত্যু কাফ সিরাপেই? দেশ জুড়ে নির্দেশিকা জারি করল কেন্দ্র
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Oct 04, 2025 | 7:57 AM
Share

ভোপাল: ১২ শিশুর মৃত্যু ঘিরে আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে এই ১২ জন শিশুর মৃত্যুর ঘটনায় একটি কাফ সিরাপ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠছে, ওই কাফ সিরাপ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা, এরপরই মৃত্যু হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। ২ বছরের কম বয়সী শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এও জানানো হয়েছে যে কাফ সিরাপের যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তাতে ডাইথাইলিন গ্লাইকল বা ইথালিন গ্লাইকলের কোনও উপস্থিতি পাওয়া যায়নি, যা থেকে কিডনির ক্ষতি হতে পারে। যে সব জায়গায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখান থেকেই এই নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে কেন্দ্র যখন টক্সিন থাকার অভিযোগ নস্যাৎ করেছে, তখন নতুন করে প্রশ্ন উঠেছে শিশুদের মৃত্যুর কারণ নিয়ে। শুধুমাত্র মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় নয় শিশুর মৃত্যু হয়েছে কিডনি বিকল হয়ে। আরও পাঁচজনের চিকিৎসা চলছে নাগপুরে।

তবে যে কাফ সিরাপের কারণে এই মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে, সেগুলি ইতিমধ্যেই বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গত অগস্ট মাস থেকে এই বিষয়টি সামনে আসতে শুরু করে। পারাসিয়া নামে একটি গ্রামে পরপর পাঁচ শিশুর মৃত্যু হয় কাফ সিরাপ খাওয়ার পরই। এছাড়া গত এক সপ্তাহে রাজস্থানে তিন শিশুর মৃত্যু হয়েছে একইভাবে।

সে রাজ্যের স্বাস্থ্য দফতর কাফ সিরাপের কারণে মৃত্যুর কথা অস্বীকার করেছে। তবে ওই কাফ সিরাপের ডিস্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে, ওই শিশুদের মৃত্যুর আগে বমি, দুর্বলতা, অস্থিরতার মতো লক্ষণ দেখা দিচ্ছে। কোনও কোনও শিশু অজ্ঞান হয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক।