বেঙ্গালুরু গণধর্ষণ: ঘটনার পুনর্নিমাণের ফাঁকেই পালানোর চেষ্টা ২ অভিযুক্তের, পায়ে গুলি পুলিশের
সোশ্যাল মিডিয়ায় তরুণীর উপর পাশবিক অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলে। এরপরই বৃহস্পতিবার দুই মহিলা সহ মোট ছয়জনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।
বেঙ্গালুরু: ২২ বছরের তরুণীকে গণধর্ষণ (Gang Rape) ও পাশবিক অত্যাচারের অভিযোগে ধৃত ছয় বাংলাদেশীর মধ্যে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করতেই বাধ্য হয়ে পায়ে গুলি চালাল বেঙ্গালুরু পুলিশ(Bengaluru Police)। বর্তমানে ওই দুই অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর পাঁচটা নাগাদ ঘটনার পুনর্নিমাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের। সেখান থেকেই দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করতেই পুলিশ তাঁদের পায়ে লক্ষ্য করে গুলি চালায়। বেঙ্গালুরু পুলিশের ডিসিপি শ্রানাপ্পা এস ডি জানান, অভিযুক্তদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছয়দিন আগে এক বাংলাদেশী তরুণীকে গণধর্ষণ ও নির্মম অত্যাচার করা হয়। অভিযুক্তরা সকলেই বাংলাদেশের বাসিন্দা, ওই তরুণীকে পাচার করে দেওয়ার জন্যই বেঙ্গালুরুতে আনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তরুণীর উপর পাশবিক অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলে। এরপরই বৃহস্পতিবার দুই মহিলা সহ মোট ছয়জনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।
নির্যাতিতা ভিন রাজ্যে থাকায় তাঁর বয়ান রেকর্ডের জন্য বেঙ্গালুরুতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিকে, অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ বোম্মাই। তিনি জানান, অভিযুক্তরা মানব পাচার চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছে। তাঁদের যেন দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজ্জুও সমস্ত রাজ্যকে এই মামলা সম্পর্কে সচেতন থাকতে বলেছেন। অসম পুলিশের তরফেও অভিযুক্তদের খোঁজ দিলে পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: দিনমজুরদের কথা ভেবেই সোমবার থেকে ‘আনলকে’র পথে দিল্লি, প্রথম ধাপে চালু হচ্ছে কী কী পরিষেবা?