AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Accident: এত তাড়া! যাত্রীদের পরোয়া না করেই ছুটিয়েছিল বাস, উল্টোদিক থেকে এসে মারল আরেক বাস, মৃত্যু ১১ যাত্রীর

TN Bus Accident: যেহেতু দুটি বাসই অত্যন্ত দ্রুতগতিতে আসছিল, তাই ব্রেক কষেও লাভ হয়নি, মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাসের। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের একটি অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। মূলত চালকের দিকে যে সকল যাত্রীরা বসেছিলেন, দুর্ঘটনায় তারাই বেশি আহত ও নিহত হয়েছেন। 

Bus Accident: এত তাড়া! যাত্রীদের পরোয়া না করেই ছুটিয়েছিল বাস, উল্টোদিক থেকে এসে মারল আরেক বাস, মৃত্যু ১১ যাত্রীর
দুর্ঘটনাগ্রস্ত বাসদুটি।Image Credit: X
| Updated on: Dec 01, 2025 | 6:48 AM
Share

চেন্নাই: চোখের নিমেষে তোলপাড় হয়ে গেল সব। বাসের সিট ভেঙেচুরে ঢুকে গেল যাত্রীদের শরীরেই। মুখোমুখি দুই সরকারি বাসের সংঘর্ষ। মৃত্যু হল কমপক্ষে ১১ জন যাত্রীর। আহত আরও ৬০ জন। রবিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায়।

জানা গিয়েছে, তিরুপুরের পিল্লাইভারপাট্টি থেকে ৫ কিলোমিটার দূরে, কুম্মানগুড়িতে বাস দুর্ঘটনা ঘটে। তামিলনাড়ু পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, ১ শিশু সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে। কমপক্ষে ৬০ জন আহত।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

একটি সরকারি বাস তিরুপ্পুর থেকে কড়াইকুড়ি যাচ্ছিল, অন্য বাসটি কড়াইকুড়ি থেকে দিন্দিগুলের দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস ভুল লেনে ঢুকে পড়ে। যাত্রীদের চিৎকারেও পরোয়া করেনি চালক। দ্রুতগতিতে ছুটছিল বাস। যেহেতু দুটি বাসই অত্যন্ত দ্রুতগতিতে আসছিল, তাই ব্রেক কষেও লাভ হয়নি, মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাসের। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের একটি অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। মূলত চালকের দিকে যে সকল যাত্রীরা বসেছিলেন, দুর্ঘটনায় তারাই বেশি আহত ও নিহত হয়েছেন।

দুর্ঘটনায় বাসের উইন্ডস্ক্রিন ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা ওই জায়গা দিয়েই বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের একে একে বের করে। দ্রুত পৌঁছে যায় উদ্ধারকারী দল ও পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটল। এর আগে তেনকাশি জেলাতেও মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের। ওই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছিল।