Sabarmati Express Derailed: রেললাইনে কী রাখা ছিল যে ছিটকে গেল সবরমতী এক্সপ্রেস? চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন রেলমন্ত্রী
Ashwini Vaishnaw: ভোররাতে লাইনচ্যুত হয় সবরমতী এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে যায় কমপক্ষে ২০টি ইঞ্জিন। ফের একবার ট্রেন দুর্ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।
কানপুর: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? সবরমতী এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া নিয়ে জোরাল হচ্ছে নাশকতার সন্দেহ। কেউ কি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর জন্যই রেললাইনে কোনও ভারী বস্তু রেখে গিয়েছিল? চালকের বয়ানে এই সন্দেহই উদ্রেক হচ্ছে। এবার রেলমন্ত্রীর গলাতেও শোনা গেল একই সুর।
ফের ট্রেন দুর্ঘটনা। ভোররাতে লাইনচ্যুত হয় সবরমতী এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে যায় কমপক্ষে ২০টি ইঞ্জিন। ফের একবার ট্রেন দুর্ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে সকলকে আশ্বস্ত করে রেল দুর্ঘটনার যাবতীয় আপডেট জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এ দিন কেন্দ্রীয় রেলমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আজ রাত ২ টো ৩৫ মিনিট নাগাদ কানপুরের কাছে ট্রাকে রাখা কোনও বস্তুতে ধাক্কা লেগে বারাণসী থেকে আহমেদাবাদগামী সবরমতী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়।”
The engine of Sabarmati Express (Varanasi to Amdavad) hit an object placed on the track and derailed near Kanpur at 02:35 am today.
Sharp hit marks are observed. Evidence is protected. IB and UP police are also working on it.
No injuries to passengers or staff. Train arranged…
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 17, 2024
রেলমন্ত্রী জানান, ট্রেনে ধারাল কোনও বস্তুকে ধাক্কা লাগার চিহ্ন মিলেছে। প্রমাণ সংগ্রহ করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ ও গোয়েন্দারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানান যে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের কোনও যাত্রী বা কর্মী আহত হননি। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ট্রেনের চালকও দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর বয়ান অনুযায়ী, বোল্ডার জাতীয় কিছুতে ধাক্কা লাগে ট্রেনের ইঞ্জিনের। এতেই ইঞ্জিনের ক্যাটল গার্ডটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে বেঁকে যায়, যার জেরে ট্রেনটি লাইনচ্যুত হয়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)