AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dallas: উচ্চশিক্ষার স্বপ্ন নিমেষে শেষ, ডালাসে ভারতীয় ছাত্রকে গুলি করে খুন

Hyderabad student shot dead in Dallas: জানা গিয়েছে, ২০২৩ সালে আমেরিকায় যান চন্দ্রশেখর। সম্প্রতি সেখানে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন। স্থায়ী কাজের খোঁজ করছিলেন। স্থায়ী কাজ এখনও না পাওয়ায় ওই পেট্রল পাম্পে পার্ট টাইম কাছ করতেন। শুক্রবার সেখানেই তাঁকে গুলি করা হয়।

Dallas: উচ্চশিক্ষার স্বপ্ন নিমেষে শেষ, ডালাসে ভারতীয় ছাত্রকে গুলি করে খুন
চন্দ্রশেখর পোলImage Credit: LinkedIn
| Updated on: Oct 04, 2025 | 7:15 PM
Share

ডালাস ও হায়দরাবাদ: উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন। হায়দরাবাদের বছর আঠাশের সেই পড়ুয়াকে গুলি করে খুন করা হল টেক্সাসের ডালাসে। মৃত পড়ুয়ার নাম চন্দ্রশেখর পোল। পড়াশোনার পাশাপাশি ডেন্টনে একটি গ্যাস স্টেশনে পার্ট টাইম কাজ করতেন চন্দ্রশেখর। সেখানেই অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী তাঁকে গুলি করে। চন্দ্রশেখরের দেহ ভারতে ফিরিয়ে আনতে সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে তাঁর পরিবার। এক মাসে এই নিয়ে দ্বিতীয় ভারতীয় খুন হলেন ডালাসে।

এদিন চন্দ্রশেখরের পরিবারের সঙ্গে দেখা করেন তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী তথা বিআরএস বিধায়ক টি হরিশ রাও। তাঁর সঙ্গে ছিলেন বিআরএসের আর এক বিধায়ক সুধীর রেড্ডি। তাঁদের দেখে কান্নায় ভেঙে পড়েন চন্দ্রশেখরের বাবা-মা। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর হরিশ রাও বলেন, হায়দরাবাদে ব্যাচেলর’স ইন ডেন্টাল সার্জারি (BDS) কোর্স করেন চন্দ্রশেখর। তারপর উচ্চশিক্ষার জন্য আমেরিকা যান। চন্দ্রশেখরের মৃতদেহ আমেরিকা থেকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার জন্য তেলঙ্গানার কংগ্রেস সরকারের কাছে আবেদন জানান তিনি।

জানা গিয়েছে, ২০২৩ সালে আমেরিকায় যান চন্দ্রশেখর। সম্প্রতি সেখানে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন। স্থায়ী কাজের খোঁজ করছিলেন। স্থায়ী কাজ এখনও না পাওয়ায় ওই পেট্রল পাম্পে পার্ট টাইম কাছ করতেন। শুক্রবার সেখানেই তাঁকে গুলি করা হয়।

গতমাসে এই ডালাসেই একটি মোটেলের ভারতীয় ম্যানেজারের শিরশ্ছেদ করা হয়েছিল। মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া। বছর পঞ্চাশের কর্নাটকের ওই ব্যক্তির মাথা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে তাঁরই এক সহকর্মী। সেইসময় ওই মোটেলে ছিলেন চন্দ্রর স্ত্রী ও পুত্র। চন্দ্রকে বাঁচাতে দৌড়ে আসেন তাঁরা। তাঁদের ঠেলে ফেলে দেন কোবোস মার্টিনেজ নামে ওই সহকর্মী। এরপরই ধারালো অস্ত্র দিয়ে চন্দ্রর মাথা ধড় থেকে আলাদা করে দেন।