Bus Accident: মোদীর সভায় আসার পথে মৃত্যু ৩ জনের

Chhattisgarh: প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনা যখন ঘটেছে তখন ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে সময় রাস্তার ধারে একটি লরি দাঁড় করানো ছিল। দ্রুত গতিতে আসা বাসের চালক লরির উপস্থিতি খেয়াল করেননি। বাসটি দাঁড়িয়ে থাকা লরিতে সরাসরি ধাক্কা মারে।

Bus Accident: মোদীর সভায় আসার পথে মৃত্যু ৩ জনের
বাস দুর্ঘটনায় মৃত্যু।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 2:21 PM

রায়পুর: ছত্তীসগঢ়ের রায়পুরে শুক্রবার জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাসে করে সেই সভায় আসছিলেন বিজেপি কর্মীরা। পথে একটি লরির সঙ্গে সংঘর্ষ ওই বাসের। এর জেরে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৬ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিলাসপুর জেলার বেলতারা গ্রামের কাছে। ঘটনা নিয়ে বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি অম্বিকাপুর থেকে রায়পুর আসছিল। ওই বাসে প্রায় ৪০ জন বিজেপি কর্মী ছিলেন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনা যখন ঘটেছে তখন ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে সময় রাস্তার ধারে একটি লরি দাঁড় করানো ছিল। দ্রুত গতিতে আসা বাসের চালক লরির উপস্থিতি খেয়াল করেননি। বাসটি দাঁড়িয়ে থাকা লরিতে সরাসরি ধাক্কা মারে। এর জেরেই তিন জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন সজন (৩০), রুকদেব (৪৫) এবং আক্রম রাজা (২৮)। সজন ও রুকদেব সূর্যপুরের এবং আক্রম বলরামপুরের বাসিন্দা। আহতদের মধ্যে বিজেপির কয়েক জন নেতাও রয়েছেন। আহতরা বিলাসপুরের সিআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন।

বাস দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন তিনি। টুইট করে এই ক্ষতিপূরণের কথা জানিয়েছেন তিনি।