AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১২ হাজার কোটির বেশি খরচে ৪টি Rail Project, কেন্দ্রের সবুজ সংকেতে নতুন লাইন পাচ্ছে Bihar-Assam!

Indian Railways: বিহারের ভাগলপুর থেকে জামালপুর পর্যন্ত ৫৩ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন তৈরিও সবুজ সংকেত পেয়েছে কেন্দ্রের তরফে। ১ হাজার ১৫৬ কোটি টাকা ব্যয়ে এই লাইন আগামী ৩ বছরের মধ্যে তৈরি হবে।

১২ হাজার কোটির বেশি খরচে ৪টি Rail Project, কেন্দ্রের সবুজ সংকেতে নতুন লাইন পাচ্ছে Bihar-Assam!
| Updated on: Aug 28, 2025 | 6:16 PM
Share

কেন্দ্রের সবুজ সঙ্কের মেলার পরই স্পষ্ট হয়ে গেল এবার ৪টি নতুন রেল প্রকল্প শুরু হতে চলেছে দেশে। আর রেল মন্ত্রকের হিসাবে এই ৪টি প্রকল্পের মোট খরচ ১২ হাজার ৩২৮ কোটি টাকা। এর মধ্যে গুজরাটের কচ্ছ পর্যন্ত যাওয়ার কথা একটি রেল লাইনের। এর বাইরে অন্য রুটগুলো কর্নাটক, তেলঙ্গনা, বিহার ও আসামের উপর দিয়ে যাবে বলে জানা গিয়েছে।

কচ্ছের এই নতুন লাইনের কারণে ভারতীয় রেলের নেটওয়ার্কের দৈর্ধ্য ১৪৫ কিমি বৃদ্ধি পাবে। এ ছাড়া রেল ট্র্যাক বৃদ্ধি পাবে ১৬৪ কিলোমিটার। আগামী ৩ বছরের মধ্যে এই রেল প্রজেক্ট শেষ করা হবে। আপাতত ২ হাজার ৫২৬ কোটি টাকা বাজেট ঠিক করা হয়েছে এই রেল প্রকল্পের জন্য। নতুন এই লাইন নুন, সিমেন্ট, কয়লা, বেন্টোনাইট পরিবহনে দারুণ সুবিধা হবে।

সেকেন্দ্রাবাদ থেকে ওয়াদি পর্যন্ত ১৭৩ কিলোমিটার রেল প্রকল্প আগামী ৫ বছরে মধ্যে শেষ হবে বলেই জানিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের জন্য ৫ হাজার কোটির বেশি টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক। অন্যদিকে, বিহারের ভাগলপুর থেকে জামালপুর পর্যন্ত ৫৩ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন তৈরিও সবুজ সংকেত পেয়েছে কেন্দ্রের তরফে। ১ হাজার ১৫৬ কোটি টাকা ব্যয়ে এই লাইন আগামী ৩ বছরের মধ্যে তৈরি হবে। এ ছাড়াও আসামের ফুরকাটিং থেকে তিনসুকিয়া পর্যন্ত মোট ১৯৪ কিলোমিটার ডাবল লাইন তৈরি হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। ৪ বছরে ৩ হাজার ৬৩৪ কোটি টাকা খরচে এই প্রকল্প শেষ করার আশা করছে কেন্দ্র।

এই ৪টি রেল প্রকল্পের কারণে গুজরাট, কর্নাটক, তেলঙ্গনা, বিহার ও আসামের মোট ১৩টি জেলা উপকৃত হবে। একই সঙ্গে ভারতীয় রেলের নেটওয়ার্ক বাড়বে ৫৬৫ কিলোমিটার।