7 Maoists Death: রবিবার সকালে বনে যেতেই ধুন্ধুমার! পর পর চলল গুলি, নিহত ৭ মাওবাদী

7 Maoists Death: সূত্রের খবর, পুলিশের খোচর সন্দেহে কিছুদিন আগেই দু'জন আদিবাসিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে মাওবাদীরা। তারপরেই এই সার্চ অপারেশন শুরু করে পুলিশ।

7 Maoists Death: রবিবার সকালে বনে যেতেই ধুন্ধুমার! পর পর চলল গুলি, নিহত ৭ মাওবাদী
প্রতীকী ছবি। Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 01, 2024 | 12:36 PM

হায়দ্রাবাদ: তেলেঙ্গানার মুলুগু জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ৭ জন মাওবাদীর। মৃতদের মধ্যে আছে সিপিআই মাওবাদী এবং দু’জন রাজ্য কমিটির সদস্য। মুলুগু জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ শবরিশ জানিয়েছেন ইতুরনগরম বনাঞ্চলে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের। তিনি বলেন, “ইতুরনগরম বনাঞ্চলে পুলিশের এনকাউন্টারে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে।”

সূত্রের খবর, পুলিশের খোচর সন্দেহে কিছুদিন আগেই দু’জন আদিবাসিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে মাওবাদীরা। তারপরেই এই সার্চ অপারেশন শুরু করে পুলিশ।

রবিবার সকালে ইতুরনগরম বনাঞ্চলে টহলদারী করছিল নকশাল বিরোধী সেনাবাহিনী তেলঙ্গানা গ্রেহাউন্ডস। সেই সময় হঠাৎ মাওবাদীদের মুখোমুখি পড়ে যায় সেনা। তখনই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সাতজন মাওবাদীর।

প্রাথমিক পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তেলঙ্গানা রাজ্য কমিটির সম্পাদক কুসরাম মাঙ্গু ওরফে ভদ্রু, বিভাগীয় কমিটির সদস্য ইগোলাপু মাল্লাইয়া, এরিয়া কমিটির সদস্য মুসাকি দেবল ও এম জমুনা, পার্টি সদস্য জয় সিং, কিশোর ও কামেশ।

মাওবাদীদের কাছ থেকে দুটি একে-৪৭ বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। মুলুগু জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিজে ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেছেন।