Karnataka: পিকনিকের আনন্দ বদলে গেল বিষাদে, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৭ জন
Picnic turns tagic in Karnataka: তুমাকুরুর পুলিশ সুপার জানিয়েছে, ওই সাতজনের মধ্যে নওয়াজ ছাড়া বাকিরা মহিলা ও শিশু। ২ জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আদিচুনচানাগিরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ চারজনের মধ্যে ২ শিশু রয়েছে। তাদের বয়স চার ও ১ বছর।

বেঙ্গালুরু: গিয়েছিলেন পিকনিকে। কিন্তু, সেই ছুটির আনন্দ বদলে গেল বিষাদে। তীব্র জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হল একই পরিবারের ২ জনের। আরও চারজনের এখনও খোঁজ পাওয়া যায়নি। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের তুমাকুরুতে।
তুমাকুরুর পুলিশ সুপার অশোক কেভি জানিয়েছেন, মঙ্গলবার প্রায় ১৫ জন মার্কোনাহাল্লি বাঁধে গিয়েছিলেন পিকনিক করতে। তার মধ্যে মহিলা ও শিশু-সহ ৭ জন জলে নেমেছিলেন। হঠাৎ করে সাইফল সিস্টেম জল ছেড়ে দেয়। তার ফলে প্রচণ্ড স্রোত তৈরি হয়। আর সেই স্রোতে ভেসে যান সাতজন।
বাকিদের চিৎকারে পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। নওয়াজ নামে একজনকে উদ্ধার করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় আদিচুনচানাগিরি হাসপাতালে। ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৪ জন। গতকাল তাঁদের খোঁজে তল্লাশি চলেছিল। বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়েছে।
তুমাকুরুর পুলিশ সুপার জানিয়েছে, ওই সাতজনের মধ্যে নওয়াজ ছাড়া বাকিরা মহিলা ও শিশু। ২ জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আদিচুনচানাগিরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের নাম সাজিয়া ও আরবিন। নিখোঁজ চারজনের মধ্যে ২ শিশু রয়েছে। নিখোঁজ চার জন হল তাবাসসুম(৪৫), শাবানা(৪৪), মিফরা(৪) এবং মাহিব(১)।
জানা গিয়েছে, ওই পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সেখানে খাওয়াদাওয়ার পর বাঁধে গিয়েছিলেন। মার্কোনাহাল্লি বাঁধের ইঞ্জিনিয়াররা জানিয়েছে, হঠাৎ প্রাকৃতিকভাবে জলের স্রোত বেড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সাইফন সিস্টেম বাঁধ থেকে হঠাৎ কেন জল ছাড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
