AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamil Nadu: তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৯ পরিযায়ী শ্রমিক

arch collapse at Tamil Nadu power plant: মৃত ৯ পরিযায়ী শ্রমিকই অসমের। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

Tamil Nadu: তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৯ পরিযায়ী শ্রমিক
তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৯ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে
| Updated on: Oct 01, 2025 | 12:29 AM
Share

চেন্নাই: চেন্নাইয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে মর্মান্তিক দুর্ঘটনা। তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন নির্মাণকাজের সময় শ্রমিকদের উপর ৩০ ফুট উঁচু থেকে ভেঙে পড়ল একটি ধাতব কাঠামো। দুর্ঘটনায় ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক শ্রমিক। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চেন্নাইয়ের এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১৯৭০ সালে গড়ে তোলা হয়। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪৫০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রে নতুন নির্মাণের কাজ চলছিল। এদিন আচমকা ৩০ ফুট উঁচু থেকে শ্রমিকদের উপর ধাতব কাঠামো ভেঙে পড়ে। নিচে চাপা পড়েন শ্রমিকরা। তীব্র আওয়াজ শুনে অন্য শ্রমিকরা দৌড়ে আসেন। উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। আসেন প্রশাসনিক আধিকারিকরা। পুলিশও পৌঁছে যায়। উদ্ধার করা হয় শ্রমিকদের। আহতদের স্ট্যানলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিকের চিকিৎসা চলছে। আরও কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। মৃত ৯ পরিযায়ী শ্রমিকই অসমের। ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, মৃত ৯ জনের মধ্যে ৪ জনের বাড়ি কারবি অ্যাংলঙ্গ জেলায়। আর বাকি ৫ জনের বাড়ি হোজাই জেলায়। মৃতদেহগুলি রাজ্যে ফিরিয়ে আনতে অসম সরকার তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে বলে তিনি জানান।