VIDEO: সামনে ‘মৃত্যদূত’, বাইক থেকে নেমে দৌড় যুবকের, পেরে উঠলেন না গন্ডারের শক্তির কাছে
Biker mauled to death by rhino: মৃত ওই যুবকের নাম সাদ্দাম হুসেন। তাঁর বাড়ি কামরুপ মেট্রোপলিটন জেলায়। রবিবার পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের সামনে রাস্তায় দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন তিনি। অভয়ারণ্য থেকে গন্ডারটি রাস্তায় চলে আসে। গন্ডারটিকে দেখে বাইক থামিয়ে দেন হুসেন।
গুয়াহাটি: মর্মান্তিক। এক বাইক আরোহীকে তাড়া করে থেঁতলে মেরে ফেলল একটি গন্ডার। সেইসময় কিছু দূরে আরও কয়েকজন ছিলেন। তাঁরা চিৎকার করলেও পিছু হটেনি গন্ডারটি। বছর সাঁইত্রিশের ওই বাইক আরোহীকে থেঁতলে মারার পর চলে যায় পশুটি। ঘটনাটি ঘটেছে অসমের মরিগাঁও জেলার পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে। মর্মান্তিক এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মৃত ওই যুবকের নাম সাদ্দাম হুসেন। তাঁর বাড়ি কামরুপ মেট্রোপলিটন জেলায়। রবিবার পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের সামনে রাস্তায় দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন তিনি। অভয়ারণ্য থেকে গন্ডারটি রাস্তায় চলে আসে। গন্ডারটিকে দেখে বাইক থামিয়ে দেন হুসেন। তখন তাঁর দিকে এগিয়ে যেতে থাকে গন্ডারটি। যা দেখে মোটরসাইকেল ফেলে মাঠে নেমে দৌড়তে শুরু করেন সাদ্দাম। তাঁকে তাড়া করে গন্ডারটি। প্রসঙ্গত, গন্ডার ঘণ্টায় ৫৫ কিমি বেগে ছুটতে পারে। গন্ডারটি যখন ওই যুবককে তাড়া করে, কিছুটা দূরেই তখন কয়েকজন ছিলেন। তাঁরা চিৎকার শুরু করেন। কেউ কেউ ঘটনার ভিডিয়ো করেন। গন্ডারটি সাদ্দামকে থেঁতলে মেরে মাঠের মধ্যে দিয়ে চলে যায়।
Saddam Ali, who had an illegal house in Kachutoli, Assam killed by rhino. Despite repeated police orders to vacate govt land, he didn’t comply.
During an eviction drive, as he tried to flee, a rhino chased and killed him. A tragic yet inevitable outcome of illegal encroachment. pic.twitter.com/MUiqXI2ynC
— Nandan Pratim Sharma Bordoloi (@NANDANPRATIM) September 29, 2024
গন্ডারটি চলে যাওয়ার পর সবাই সাদ্দামের কাছে যায়। দেখা যায়, তাঁর মাথা থেঁতলে দিয়েছে গন্ডারটি। এক বনাধিকারিক বলেন, “বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে ওই যুবককে আক্রমণ করে গন্ডারটি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” অসমের এই অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। চলতি মাসে প্রকাশিত তথ্য বলছে, গত ৪০ বছরে ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। চার দশক আগে যা ছিল ১৫০০, এখন তা ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। বিশ্বের ৮০ শতাংশ একশৃঙ্গ গন্ডার রয়েছে এখানে।