Dog Attack: একরত্তি বাচ্চাকে দিল্লির রাস্তায় ছিঁড়ে খেল এক ঝাঁক পথকুকুর
Stray Dogs in Delhi: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অন্তত তিনটি কুকুর একসঙ্গে ঝাপিয়ে পড়েছিল ওই শিশুকন্যার উপর। কুকুরের আঁচড়ে, কামড়ে মারাত্মকভাবে জখম হয় ওই শিশু। পায়ে, মুখে গুরুতর ক্ষত চিহ্ন তৈরি হয়। বাচ্চা মেয়েটির আর্ত চিৎকার, কান্নাকাটি শুনে পরিবারের লোকেরা সেখানে ছুটে এসে কুকুরগুলিকে তাড়ান। কিন্তু ততক্ষণে একরত্তি ওই বাচ্চা মেয়েটির গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল।
নয়া দিল্লি: একরত্তি এক শিশুকে ছিঁড়ে খেল পথ কুকুরের দল। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির তুলঘকাবাদ এলাকায়। মাত্র দেড় বছর বয়সি ওই শিশুকন্যাকে ছেকে ধরে একদল পথ সারমেয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অন্তত তিনটি কুকুর একসঙ্গে ঝাপিয়ে পড়েছিল ওই শিশুকন্যার উপর। কুকুরের আঁচড়ে, কামড়ে মারাত্মকভাবে জখম হয় ওই শিশু। পায়ে, মুখে গুরুতর ক্ষত চিহ্ন তৈরি হয়। বাচ্চা মেয়েটির আর্ত চিৎকার, কান্নাকাটি শুনে পরিবারের লোকেরা সেখানে ছুটে এসে কুকুরগুলিকে তাড়ান। কিন্তু ততক্ষণে একরত্তি ওই বাচ্চা মেয়েটির গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা, কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
রাজধানী দিল্লির বুকে এই ঘটনায় শিউরে উঠছেন এলাকাবাসীরা। তুঘলকাবাদের এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। এদিকে পুলিশ ইতিমধ্যেই দেড় বছর বয়সি ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে। রাজধানী দিল্লির উপকণ্ঠে এমন ঘটনার জেরে স্থানীয় প্রশাসন যাতে সাধারণ মানুষের উপর, বিশেষ করে শিশুদের উপর পথকুকুরদের হামলা থামাতে দ্রুত পদক্ষেপ করে, সেই দাবি উঠতে দেখা গিয়েছে। পথ সারমেয়দের জন্য পর্যাপ্ত পরিকল্পনা না রাখার জন্য একপ্রকার স্থানীয় প্রশাসনকেই দুষছেন এলাকাবাসীরা।
চলতি মাসেই লখনউয়ের কাছে আলিগঞ্জে বছর ষাটের এক বৃদ্ধাকে তাড়া করে আক্রমণ করে একদল পথ কুকুর। যদিও সেই যাত্রায় তাঁর ভাগ্য ভাল ছিল। পথচলতি অন্যান্য মানুষরা কুকুরগুলিকে সেখান থেকে তাড়িয়ে দেন, ফলে সে যাত্রায় রক্ষা পান ওই বৃদ্ধা।