Train: গড়গড়িয়ে পিছনের দিকে চলল ট্রেন, থমকে গেল মালগাড়ি, টানটান নাটকীয় পরিস্থিতির পর জানা গেল আসল কারণ

Jan 07, 2025 | 6:13 AM

Train: সকাল তখন ১১ টা। তপোবন এক্সপ্রেসের পিছনেই ছিল একটি মালগাড়ি। সেটিও থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় ১ কিলোমিটার রাস্তা পিছিয়ে যায় ট্রেনটি। অনেক যাত্রীই বিষয়টা বুঝে উঠতে পারেননি বেশ কিছুক্ষণ।

Train: গড়গড়িয়ে পিছনের দিকে চলল ট্রেন, থমকে গেল মালগাড়ি, টানটান নাটকীয় পরিস্থিতির পর জানা গেল আসল কারণ
ফাইল ছবি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দিনে দিনে ট্রেনের গতি বাড়ানো হচ্ছে। আপগ্রেড করা হচ্ছে রেল ট্র্যাক। যাত্রীরা কীভাবে আরও দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবে, তার সবরকম ব্যবস্থাই করা হচ্ছে রেলের তরফে। তবে ট্রেনে বসে যদি যাত্রীরা দেখেন ট্রেন পিছনের দিকে গড়াচ্ছে, তাতে অবাক তো হতেই হয়। সম্প্রতি তপোবন এক্সপ্রেস এভাবেই যাত্রী সহ প্রায় ১ কিলোমিটার পিছিয়ে যায়। প্রথমটায় কিছু বুঝে উঠতে পারেননি যাত্রীরা।

মুম্বই-নানদেদ তপোবন এক্সপ্রেসের লোকো পাইলট হঠাৎ ট্রেন পিছিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন চান। কারণটা জানানোর পর সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা করে দেওয়া হয় রেলের তরফে। লাইন ফাঁকা রাখার জন্য থামিয়ে দেওয়া হয় অন্য ট্রেনও।

সকাল তখন ১১ টা। মন্মদ জংশনে ঢোকার আগেই এক ব্যক্তি চেন টানলে দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীরা রেলের গার্ডকে জানান, এক যুবক ট্রেন থেকে পড়ে গিয়েছেন। এদিকে, ট্রেন ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। লোকো পাইলট এমএস আলম খবরটি জানতে পারার পরই কন্ট্রোলারের কাছে ট্রেন পিছিয়ে নিয়ে যাওয়ার অনুমতি চান। অনুমতি দেওয়া হয়। সকাল তখন ১১ টা। তপোবন এক্সপ্রেসের পিছনেই ছিল একটি মালগাড়ি। সেটিও থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় ১ কিলোমিটার রাস্তা পিছিয়ে যায় ট্রেনটি। অনেক যাত্রীই বিষয়টা বুঝে উঠতে পারেননি বেশ কিছুক্ষণ।

এই খবরটিও পড়ুন

পরে জানা যায়, সরবার শেখ নামে ৩০ বছরের এক যুবক ট্রেনের তৃতীয় কামা থেকে পড়ে গিয়েছিলেন। ট্রেন পিছিয়ে নিয়ে যাওয়ার পর ওই যুবককে উদ্ধার করেন যাত্রীরা। তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। এরপর ফের গন্তব্যের উদ্দেশে রওনা হয় ট্রেন। তবে, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

Next Article