নয়া দিল্লি: আম্বেদকর ইস্যু নিয়ে সরগরম সংসদ। বিজেপি-কংগ্রেসের মধ্যে কার্যত বাধল ধুন্ধুমার। মাথায় আঘাত লাগল দুই বিজেপি সাংসদের, হাসপাতালে ভর্তি তাঁরা। রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। উল্টোদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গেও বিজেপির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ করলেন। সংসদে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির পরই বড় সিদ্ধান্ত। সংসদের দরজায় আর বিক্ষোভ দেখানো যাবে না। এমনটাই সূত্রের খবর।
বৃহস্পতিবার আম্বেদকর ইস্যিতে এনডিএ ও ইন্ডিয়া জোট, শাসক-বিরোধী দুই পক্ষই বিক্ষোভ দেখাচ্ছিল সংসদ চত্বরে। সংসদের মকর দ্বারের ঠিক সামনে বিজেপি ও কংগ্রেস সাংসদরা মুখোমুখি হন। একে অপরকে দেখে স্লোগান দিতে থাকেন।
এরমধ্য়েই হঠাৎ ধস্তাধস্তি শুরু হয়। সংসদের সরু সিড়ি থেকে হড়কে পড়ে গিয়ে আহত হন বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। আহত হন আরেক সাংসদ মুকেশ রাজপুতও। তাঁদের হাসপাতালে ভর্তি করাতে হয়। উল্টোদিকে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গেও অভিযোগ করেছেন যে বিজেপি সাংসদদের ধাক্কায় তিনি পড়ে গিয়েছিলেন এবং চোট পেয়েছেন। রাহুল গান্ধীকেও ধাক্কা মারা হয় বলে অভিযোগ।
গোটা ঘটনাকে নজরে রেখেই কড়া নির্দেশ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কোনও সাংসদ যাতে সংসদের প্রবেশদ্বারগুলিতে বিক্ষোভ দেখাতে না পারেন, তা নিশ্চিত করতে বলেছেন তিনি, এমনটাই সূত্রের খবর।
জানা গিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে ইচ্ছাকৃত ধাক্কা মারার যে অভিযোগ এনেছে বিজেপি, তা খতিয়ে দেখতে পুলিশ সংসদের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আবেদন জানাবে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে রাহুল গান্ধীকে।