Air India Flight: করাচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের, কেন?
Karachi airport: মাঝআকাশে হঠাৎ করেই বিমানের এক যাত্রী শারীরিক অসুস্থতা বোধ করেন। যার জেরে বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পাকিস্তানের সময় অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় বিমানটির অবতরণ ঘটানো হয়। তারপর করাচি বিমানবন্দরের কর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দেন। চিকিৎসক-সহ এক মেডিক্যাল টিম ওই যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেন।
নয়া দিল্লি: দুবাই থেকে অমৃতসর আসার পথে পাকিস্তানের করাচিতেই জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। তবে অন্য কোনও কারণ নয়, এক যাত্রীর মেডিক্যাল এমার্জেন্সির জন্যই বিমানটিকে করাচিতে (Karachi) জরুরি অবতরণ করানো হয়। করাচিতেই এয়ার ইন্ডিয়ার ওই যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। তারপর তিনি কিছুটা সুস্থ বোধ হলে ফের তাঁকে নিয়ে অমৃতসরের উদ্দেশে রওনা দেয় বিমানটি।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, শনিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা ৫১ মিনিটে দুবাই থকে যাত্রী নিয়ে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। মাঝআকাশে হঠাৎ করেই বিমানের এক যাত্রী শারীরিক অসুস্থতা বোধ করেন। যার জেরে বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পাকিস্তানের সময় অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় বিমানটির অবতরণ ঘটানো হয়। তারপর করাচি বিমানবন্দরের কর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দেন। চিকিৎসক-সহ এক মেডিক্যাল টিম ওই যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেন। তারপর ওই যাত্রী কিছুটা সুস্থ বোধ করলে দু-ঘণ্টা পর স্থানীয় সময়, দুপুর আড়াইটে নাগাদ ফের বিমানটি অমৃতসরের দিকে রওনা দেয়।
প্রসঙ্গত, গত জুলাইয়েও মুম্বই-রাঁচি ইন্ডিগোর বিমানে মাঝআকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তখন বিমানটির পথ ঘুরিয়ে নাগপুরে বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ওই যাত্রীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানোরও বন্দোবস্ত করা হয়।