Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হাওয়া টাইট হয়ে গিয়েছিল’, প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে কী এমন অভিজ্ঞতা হল রণবীর কাপুরের

Ranbir KapoorL রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, সেই উৎসবে আমন্ত্রণ জানানোর জন্যই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিল কাপুর পরিবার। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সে উৎসব।

'হাওয়া টাইট হয়ে গিয়েছিল', প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে কী এমন অভিজ্ঞতা হল রণবীর কাপুরের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 15, 2024 | 12:54 AM

নয়া দিল্লি: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন কাপুর পরিবারের সদস্যরা। রাজ কাপুরের পরিবারের সদস্য হিসেবে সে সাক্ষাতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা ও করিশ্মা কাপুর, নীতু কাপুর প্রমুখ। ইতিমধ্যেই সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেতা রণবীর কাপুর বললেন, ‘সবার হাওয়া টাইট হয়ে গিয়েছিল।’

অভিনেতার দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে সবাই উৎসাহী থাকলেও, প্রত্যেকেই একটু নার্ভাস ছিলাম। রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, সেই উৎসবে আমন্ত্রণ জানানোর জন্যই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিল কাপুর পরিবার। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সে উৎসব।

তবে অভিনেতা জানিয়েছেন, তাঁরা একটু ভয়ে পেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাঁদের সব ভয় কেটে যায়। বন্ধুত্বপূর্ণভাবেই তাঁদের সঙ্গে কথা বলেন মোদী। রণবীর বলেছেন, “সবার হাওয়া টাইট হয়ে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে এমন ব্যবহার করেন, যাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করেছি।”

অভিনেত্রী করিনা কাপুরও জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার। অবশেষে সেই ইচ্ছা পূরণ হল। আলিয়া ভাট থেকে সইফ আলি খান, প্রত্যেকেই প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ। বিভিন্ন বিষয়ে ইতিবাচক পরামর্শও দিয়েছেন তিনি।