Mohammad Amir: সার্কাস চলছে পাকিস্তানে? ইমাদের পর ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আমিরের

Pakistan Cricket: মোদ্দা কথা, পাকিস্তান ক্রিকেটে যেন সার্কাস চলছে। এমনিতেই পাকিস্তানের মতো অবসর ভেঙে বারবার ফিরে আসার ঘটনা বহির্বিশ্বে খুব বেশি দেখা যায় না। কিন্তু ২৪ ঘণ্টার ফারাকে পর পর দুই ক্রিকেটারের অবসরের ঘটনাও খুব বেশি দেখা যায়নি।

Mohammad Amir: সার্কাস চলছে পাকিস্তানে? ইমাদের পর ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আমিরের
Mohammad Amir: সার্কাস চলছে পাকিস্তানে? ইমাদের পর ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আমিরেরImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2024 | 2:07 PM

কলকাতা: সইদ আফ্রিদির আসা-যাওয়ার নতুন মাইলস্টোন তৈরি করতে চাইছেন? নাকি অবসর এ বার পাকা? মোদ্দা কথা, পাকিস্তান ক্রিকেটে যেন সার্কাস চলছে। এমনিতেই পাকিস্তানের মতো অবসর ভেঙে বারবার ফিরে আসার ঘটনা বহির্বিশ্বে খুব বেশি দেখা যায় না। কিন্তু ২৪ ঘণ্টার ফারাকে পর পর দুই ক্রিকেটারের অবসরের ঘটনাও খুব বেশি দেখা যায়নি। পাকিস্তান আরও একবার চাঞ্চল্য ফেলে দিয়েছে ক্রিকেটমহলে। গতকাল অবসর ঘোষণা করেছিলেন ইমাদ ওয়াসিম। এ বার সেই তালিকায় নাম লেখালেন মহম্মদ আমির (Mohammad Amir)।

দুই সিনিয়র কেন পর পর সরে দাঁড়ালেন, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। একটা ব্যাপার পরিষ্কার, অবসর ভেঙে ফিরে আসার পর তাঁরা জাতীয় টিমে নিজেদের জায়গা আর পাকা করতে পারেননি। যে কারণে সরে যেতে হল আবার। ইমাদ অবসর নিয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে। নতুন বছরে পা রাখতে না রাখতে আবার ক্রিকেটে ফেরেন। কিন্তু আমিরের গল্পটা একেবারে অন্য রকম। পাক ক্রিকেটের তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন বাঁ হাতি পেসার আমির। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর মূল বোলার। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর সাসপেন্ড হয়ে যান। সেখান থেকে আবার ফিরেও আসেন। তবে ২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে জাতীয় টিম থেকে অবসর নিয়ে নেন। সব মহল থেকে বারবার বলা সত্ত্বেও প্রথমে ফেরেননি। চলতি বছরের মার্চ মাসে আবার ফেরেন। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে নেওয়াও হয়। কিন্তু পাকিস্তানের বিপর্যয়ের পর আর টিমে ফিরতে পারেননি।

এই খবরটিও পড়ুন

টুইটারে আমির লিখেছেন, ‘অনেক ভাবনা চিন্তা করে অবসরের সিদ্ধান্তই নিলাম। সহজ ছিল না, তবে পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন দিয়ে গেলাম। দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা মুহূর্ত। পিসিবিকে এর জন্য ধন্যবাদ।’ বোঝাই যাচ্ছে, কিছুটা অভিমান নিয়েই ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। আমির ভালো বোলার হলেও অতীতের দিকে আর ফিরে তাকাতে নারাজ পিসিবি। তবে ইমাদ, আমিরের পর পর অবসর কিন্তু নতুন আশঙ্কাও জাগিয়ে তুলেছে। তৃতীয় ক্রিকেটার কে, যিনি আচমকা অবসর নিতে চলেছেন?