Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Pollution: ‘গুরুতর’ থেকে ‘খুব খারাপ’, দীপাবলি শেষে এটুকুই তফাৎ হল বাতাসের গুণমানে

Delhi Pollution: এক পথচারী জানিয়েছেন, নিঃশ্বাস নিতে এখনও বেশ কষ্টই হচ্ছে তাঁদের। বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে কষ্টটা আরও বেশি। শ্বাসকষ্টের সমস্যা এখনও বাড়ছে। এছাড়াও শরীর ও স্বাস্থ্যের আরও অনেক ক্ষতি হচ্ছে বলেও জানানো হয়েছে।

Delhi Pollution: 'গুরুতর' থেকে 'খুব খারাপ', দীপাবলি শেষে এটুকুই তফাৎ হল বাতাসের গুণমানে
রাতের দিল্লির ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 10:08 AM

নয়া দিল্লি: এয়ার কোয়ালিটি বা বাতাসের গুণমান এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে রাজধানীর বাতাসে কার্য নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছিল। তারই মধ্যে আরও অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছিল দীপাবলি। বাজির প্রাবল্যে মান নেমেছিল তলানিতে। বিশ্বের সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিল দিল্লি। অবশেষে সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বাতাসের গুণমান ৪৬১ থেকে কমে হয়েছে ৩৯৮। শুক্রবারের পর শনিবার এইটুকুই উন্নতি হয়েছে। বাতাসের গুণমান এতদিন যা ছিল তাকে গুরুতর বা ‘সিভিয়ার’ বলে চিহ্নিত করা হত, তার থেকে উন্নতি হয়ে যেখানে এসেছে, তাকে ‘খুব খারাপ’ বলে উল্লেখ করা হয়।

সংবাদসংস্থা এএনআই-কে এক পথচারী জানিয়েছেন, নিঃশ্বাস নিতে এখনও বেশ কষ্টই হচ্ছে তাঁদের। বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে কষ্টটা আরও বেশি। শ্বাসকষ্টের সমস্যা এখনও বাড়ছে। এছাড়াও শরীর ও স্বাস্থ্যের আরও অনেক ক্ষতি হচ্ছে বলেও জানানো হয়েছে।

শুক্রবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকারের সাহায্য় চাওয়া হয়েছে। তবে শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতেই একই অবস্থা। সর্বত্রই দূষণের ছবি সামনে আসছে। সেই তালিকায় রয়েছে রাজস্থান, উত্তর প্রদেশ, হরিয়ানা। বৃহস্পতিবার ৬ সদস্যের টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।

গত বছর দীপাবলিতে যে পরিমাণ দূষণ দেখা গিয়েছিল, এবছর সে তুলনায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশের সবকটি রাজধানী শহরের দূষণের তথ্য বিশ্লেষণ করে এই ছবি দেখা গিয়েছে।