Anubrata Mondal: দিল্লি হাইকোর্টে স্বস্তি অনুব্রতর, রাউস অ্যাভিনিউয়ের এক্তিয়ার নিয়ে সরব কেষ্টর আইনজীবী কপিল সিব্বল

Delhi High Court: আইনজীবী কপিল সিব্বল এদিন প্রশ্ন তোলেন, কীভাবে পশ্চিমবঙ্গের মামলার প্রোডাকশন ওয়ারেন্ট দিল্লির বিশেষ আদালতে হল?

Anubrata Mondal: দিল্লি হাইকোর্টে স্বস্তি অনুব্রতর, রাউস অ্যাভিনিউয়ের এক্তিয়ার নিয়ে সরব কেষ্টর আইনজীবী কপিল সিব্বল
অনুব্রত মণ্ডল ও আইনজীবী কপিল সিব্বল।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 6:24 PM

নয়া দিল্লি: ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডল সংক্রান্ত মামলার শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলার শুনানি ছিল। সেই মামলা আরও চার সপ্তাহ পিছিয়ে গেল। বিচারপতি যশমিত সিংয়ের বেঞ্চে এদিন মামলার শুনানি ছিল। এই বিচারপতির বেঞ্চেই মামলা চলছে সায়গল হোসেন ও বিনয় মিশ্রের। আদালত সূত্রে খবর, গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে তাঁরা মামলা করেন। এবার সেই বিচারপতির বেঞ্চেই অনুব্রত মণ্ডলের মামলাও। এদিন প্রায় এক ঘণ্টা এই মামলার শুনানি চলে। অনুব্রতর হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। একাধিক বিষয় তুলে ধরেন তিনি। আইনজীবী কপিল সিব্বলের সওয়াল ছিল, পশ্চিমবঙ্গের মামলায় কীভাবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট দেয়? প্রশ্ন তোলেন দিল্লির এই বিশেষ আদালতের এক্তিয়ার নিয়েও।

এদিন শুনানি চলাকালীন কপিল সিব্বল বলেন, ‘পিএমএলএ অর্ডারে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে ডাকা যায় না। এটা বিচারাধীন বিষয়।’ একইসঙ্গে তিনি বলেন, এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর হয়েছে কলকাতায়। আর্থিক তছরূপের অভিযোগ বা জমি, বাড়ি, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় অভিযোগ যদি বাংলার হয়, তাহলে কেন অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসার আবেদন করা হবে? পাল্টা ইডির আইনজীবী বলেন, ‘এই দুর্নীতির টাকায় গাজিয়াবাদে জমি ও চিত্তরঞ্জন পার্কে ফ্ল্যাট কিনেছেন তিনি।’

বিচারপতি দু’পক্ষের বক্তব্য শোনার পর নোটিস জারি করেন। জানিয়ে দেন, চার সপ্তাহ পর ফের শুনানি হবে। এরমধ্যে ফের রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ার নিয়ে ওই আদালতেই সওয়াল করতে পারবেন অনুব্রত। অর্থাৎ যা নিয়ে ইতিমধ্যেই তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রসঙ্গত, রাউজ অ্যাভিনিউ আদালতেই প্রথম ইডি প্রোডাকশন ওয়ারেন্ট সংক্রান্ত মামলা করেন। সেই বিষয়কে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে যান অনুব্রত।

প্রসঙ্গত, রাউজ অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ারকে চ্যালেঞ্জ জানিয়ে অনুব্রত মণ্ডল যে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এদিন কিছুটা স্বস্তি পেলেন তিনি। কারণ, বিচারপতি জানিয়ে দিলেন চাইলে ওই কোর্টে সওয়াল করতে পারেন অনুব্রত মণ্ডল। শনিবার ১৭ ডিসেম্বর রাউজ অ্যাভিনিউয়ে মামলার শুনানি রয়েছে।