PM Modi in ASEAN Summit: বাংলার শিল্পকে বিদেশে তুলে ধরলেন মোদী, জাপানি প্রধানমন্ত্রীকে উপহার রুপোর ময়ূর

PM Modi in ASEAN Summit: বিভিন্ন সময়েই বিদেশে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। এবারও তার ব্যতিক্রম হল না। আর কোনও একটি প্রান্তের নয়, বিদেশি রাষ্ট্র প্রধানদের উপহার দেওয়ার মাধ্যমে ভারতের সমস্ত প্রান্তের ঐতিহ্যকে তুলে ধরলেন তিনি।

| Updated on: Oct 11, 2024 | 8:34 PM
দুদিনের সফরে লাওসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১তম আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। অন্যান্য বহু দেশের রাষ্ট্রপ্রধানরাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। তাঁদের উপহার দিয়েছেন প্রানমন্ত্রী। যেগুলির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গভীরভাবে জড়িয়ে।

দুদিনের সফরে লাওসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১তম আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। অন্যান্য বহু দেশের রাষ্ট্রপ্রধানরাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। তাঁদের উপহার দিয়েছেন প্রানমন্ত্রী। যেগুলির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গভীরভাবে জড়িয়ে।

1 / 8
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে রুপোর তৈরি খোদাই করা একটি ময়ূরের মূর্তি উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। এই শিল্পকর্মটি পশ্চিমবঙ্গের। রাজকীয় এই ময়ূর মূর্তিটি ভারতীয় সংস্কৃতির পরিচায়ক। ময়ূরের একেকটি পালক যত্ন সহকারে খোদাই করেছেন শিল্পী।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে রুপোর তৈরি খোদাই করা একটি ময়ূরের মূর্তি উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। এই শিল্পকর্মটি পশ্চিমবঙ্গের। রাজকীয় এই ময়ূর মূর্তিটি ভারতীয় সংস্কৃতির পরিচায়ক। ময়ূরের একেকটি পালক যত্ন সহকারে খোদাই করেছেন শিল্পী।

2 / 8
জাপানের প্রধানমন্ত্রীকে একটি রূপোর তৈরি ময়ূরের আকৃতির প্রদীপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এতে মূল্যবান পাথর ঝালাই করা আছে। ৯২.৫% রুপো দিয়ে তৈরি প্রদীপটি মহারাষ্ট্রের কোলাপুরের কারুশিল্পের এক অনন্য নিদর্শন। একটি মীনার কাজ করা পিতলের বুদ্ধমূর্তিও উপহার দেন প্রধানমন্ত্রী। এটি তামিলনাড়ু রাজ্যের দক্ষ কারিগরদের হাতে তৈরি।

জাপানের প্রধানমন্ত্রীকে একটি রূপোর তৈরি ময়ূরের আকৃতির প্রদীপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এতে মূল্যবান পাথর ঝালাই করা আছে। ৯২.৫% রুপো দিয়ে তৈরি প্রদীপটি মহারাষ্ট্রের কোলাপুরের কারুশিল্পের এক অনন্য নিদর্শন। একটি মীনার কাজ করা পিতলের বুদ্ধমূর্তিও উপহার দেন প্রধানমন্ত্রী। এটি তামিলনাড়ু রাজ্যের দক্ষ কারিগরদের হাতে তৈরি।

3 / 8
লাওসের রাষ্ট্রপতিকে একটি 'সাদেলি' বাক্সে 'পাটোলা' স্কার্ফ উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। পাটোলা মানে রেশমী কাপড়। গুজরাটের সুরাটে, প্রায় এগারো শতকে এই কাপড় বোনা শুরু হয়েছিল। কাজেই এই শিল্প কয়েক শতাব্দীর পুরোনো।

লাওসের রাষ্ট্রপতিকে একটি 'সাদেলি' বাক্সে 'পাটোলা' স্কার্ফ উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। পাটোলা মানে রেশমী কাপড়। গুজরাটের সুরাটে, প্রায় এগারো শতকে এই কাপড় বোনা শুরু হয়েছিল। কাজেই এই শিল্প কয়েক শতাব্দীর পুরোনো।

4 / 8
লাওসের রাষ্ট্রপতির স্ত্রীকেও আলাদাভাবে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁকে দিয়েছেন উটের হাড় দিয়ে তৈরি রাধা-কৃষ্ণর অবরয়ব খোদাই করা একটি বাক্স।

লাওসের রাষ্ট্রপতির স্ত্রীকেও আলাদাভাবে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁকে দিয়েছেন উটের হাড় দিয়ে তৈরি রাধা-কৃষ্ণর অবরয়ব খোদাই করা একটি বাক্স।

5 / 8
এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী লাওসের প্রধানমন্ত্রীকে লাদাখের কারিগরদের তৈরি নকশা করা পাত্র এবং কারুকার্য করা একটি টেবিল উপহার দেন। এগুলি লাদাখের সংস্কৃতির পরিচায়ক, লাদাখের সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী।

এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী লাওসের প্রধানমন্ত্রীকে লাদাখের কারিগরদের তৈরি নকশা করা পাত্র এবং কারুকার্য করা একটি টেবিল উপহার দেন। এগুলি লাদাখের সংস্কৃতির পরিচায়ক, লাদাখের সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী।

6 / 8
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মোদী উপহার দিয়েছেন কদম কাঠে খোদাই করা একটি বুদ্ধ মস্তক। বুদ্ধের মাথাটি বিভিন্ন রঙে রঙিন। এছাড়াও খোদা করা আছে পদ্মফুল এবং হাতির মূর্তি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মোদী উপহার দিয়েছেন কদম কাঠে খোদাই করা একটি বুদ্ধ মস্তক। বুদ্ধের মাথাটি বিভিন্ন রঙে রঙিন। এছাড়াও খোদা করা আছে পদ্মফুল এবং হাতির মূর্তি।

7 / 8
বিভিন্ন সময়েই বিদেশে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। এবারও তার ব্যতিক্রম হল না। আর কোনও একটি প্রান্তের নয়, বিদেশি রাষ্ট্র প্রধানদের উপহার দেওয়ার মাধ্যমে ভারতের সমস্ত প্রান্তের ঐতিহ্যকে তুলে ধরলেন তিনি।

বিভিন্ন সময়েই বিদেশে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। এবারও তার ব্যতিক্রম হল না। আর কোনও একটি প্রান্তের নয়, বিদেশি রাষ্ট্র প্রধানদের উপহার দেওয়ার মাধ্যমে ভারতের সমস্ত প্রান্তের ঐতিহ্যকে তুলে ধরলেন তিনি।

8 / 8
Follow Us: