PM Modi in ASEAN Summit: বাংলার শিল্পকে বিদেশে তুলে ধরলেন মোদী, জাপানি প্রধানমন্ত্রীকে উপহার রুপোর ময়ূর
PM Modi in ASEAN Summit: বিভিন্ন সময়েই বিদেশে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। এবারও তার ব্যতিক্রম হল না। আর কোনও একটি প্রান্তের নয়, বিদেশি রাষ্ট্র প্রধানদের উপহার দেওয়ার মাধ্যমে ভারতের সমস্ত প্রান্তের ঐতিহ্যকে তুলে ধরলেন তিনি।
Most Read Stories