Lakhimpur Kheri: ফের বিপাকে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, লখিমপুরে ৪ কৃষকের মৃত্যুতে নতুন করে মামলা
গত বছরের ৩ অক্টোবর, লখিমপুর খেরিতে কৃষক আন্দোলন চলাকালীন আশিস মিশ্র নিজের এসইউভি গাড়ি চালিয়ে বিক্ষোভস্থলে যান এবং আন্দোলনকারীদের উপর দিয়ে নির্বিচারে গাড়ি চালিয়ে চলে যান বলে অভিযোগ।
লখনউ: উত্তরপ্রদেশে ৪ কৃষককে হত্যার অভিযোগে নতুন করে মামলা দায়ের হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ছেলে অজয় মিশ্রর বিরুদ্ধে। গত বছর লখিমপুরের খেরিতে এসইউভি গাড়ি চাপা দিয়ে ৪ কৃষকের মৃত্যুর ঘটনায় নতুন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামবা দায়ের করার নির্দেশ দিল আদালত।
আদালত সূত্রে খবর, লখিমপুর খেরিতে গাড়ির চাকায় ৪ কৃষকের মৃত্যুর ঘটনার মামলায় অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। কিন্তু আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। বরং মঙ্গলবার থেকে আশিস মিশ্রের বিরুদ্ধে এই বিষয়ে নতুন করে মামলা দেওয়ার নির্দেশ দিল আদালত।
প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর, লখিমপুর খেরিতে কৃষক আন্দোলন চলাকালীন আশিস মিশ্র নিজের এসইউভি গাড়ি চালিয়ে বিক্ষোভস্থলে যান এবং আন্দোলনকারীদের উপর দিয়ে নির্বিচারে গাড়ি চালিয়ে চলে যান বলে অভিযোগ। সেই ঘটনায় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কৃষকের মৃত্যু হয় এবং এক সাংবাদিক গুরুতর আহত হন। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। কিন্তু তারপরেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী আদিত্যনাথের সরকার
পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গ্রেফতার হন আশিস মিশ্র। তারপর আদালত পুলিশকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। কিন্তু তদন্ত খুব ধীর গতিতে চলে বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার তদন্তের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার জৈনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গঠন করে আদালত। গত ৩ জানুয়ারি সিটএকটি চার্জশিট দিয়েছে আদালতে। যার মধ্যে আশিস মিশ্র, তাঁর কাকা বীরেন্দ্র শুক্লা সহ ১৪ জনের নাম রয়েছে। এর মধ্যে আশিস মিশ্র সহ ১৩ জনই গ্রেফতার হয়েছে।