নিউ দিল্লি: কয়েক মাস ধরে যে আশঙ্কা করা হয়েছিল অবশেষে সেইটাই হল। গতকাল সংবাদের শিরোনামে উঠে এল পঞ্জাবের রাজনৈতিক খবর। সমস্ত যবনিকার পতন ঘটিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এরপর কী? আদৌ দলে থাকবেন অমরিন্দর? নাকি অন্য কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি?
এই সকল প্রশ্নের মধ্যেই অমরিন্দরে উদ্দেশ্যে আজ টুইট করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইটে তিনি অমরিন্দরকে অনুরোধ জানিয়ে লেখেন,”সমস্ত কিছুর উপরে দলের স্বার্থকে রেখে কাজ এগিয়ে নিয়ে যান।”
গেহলটের বক্তব্য, এমএলএ ও জনমতের উপর নির্ভর করেই দলের শীর্ষ নেতৃত্ব চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেক্ষেত্রে নেতাদের সবসময়ই দলের স্বার্থে চিন্তা করতে হবে। “ক্যাপ্টেন সাহেব দলের একজন সম্মানীয় ব্যক্তি। আমি আশা রাখছি তিনি দলের স্বার্থকে সামনে রেখে কাজ চালিয়ে যাবেন।” টুইটে করেন অশোক।
গতকাল ইস্তফা দেওয়ার পর অমরিন্দর জানান,”বিকল্প পথ সব সময়ই খোলা থাকে। সময় আসলে আমি সেই পথই ব্যবহার করব। কিন্তু এখনও পর্যন্ত আমি কংগ্রেসেই রয়েছি।”
এই ‘বিকল্প পথ’ ঠিক কী হতে পারে সেই নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এরপরই গেহলটের টুইট “এই সময়ে প্রত্যেক কংগ্রেস নেতার দায়িত্ব দেশের স্বার্থে কাজ কারা। আমাদের প্রত্যেকের উচিৎ নিজেদের স্বার্থের উপরে উঠে দল এবং দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা।”
উল্লেখ্য, অমরিন্দর সিং-এর পদত্যাগের পর শনিবার থেকেই জল্পনা শুরু হয়েছে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে। কংগ্রেস সূত্রে খবর, পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)। পঞ্জাবের মন্ত্রিসভায় প্রযুক্তি শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি। এর পাশাপাশি তিনি দলিত শিখ সম্প্রদায়ের মানুষও বটে। যাবতীয় বিতর্কে দাঁড়ি টানতে চেয়ে নির্বাচনের এক বছর আগে তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস।
রবিবার বিকেলে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান হরিশ রাওয়াত চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেন। টুইট করে তিনি জানান, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সর্বসম্মতিক্রমে পঞ্জাবের পরবর্তী দলনেতা হিসেবে চরণজিৎ সিং চন্নিকে বেছে নিয়েছেন কংগ্রেসের পরিষদীয় দলের সদস্যরা।” চরণজিতের নাম যে জাতীয় রাজনীতির জন্যও একটা বড় চমক, তা বলার অপেক্ষা রাখে না। কারণ কয়েক ঘণ্টা আগে পর্যন্তও এই পদে সুখজিন্দর সিং রান্ধাওয়ার নাম ঘোরাফেরা করছিল। কিন্তু দলের বিধায়কদের পূর্ণ সমর্থন তাঁর পক্ষে না থাকার কারণেই রান্ধাওয়ার নামে সিলমোহর দেওয়া হয়নি।
আরও পড়ুন: Nagaland: থাকবে না আর বিরোধী দল! রাজ্যবাসীর স্বার্থে যুগান্তকারী সিদ্ধান্ত নাগাল্যান্ড সরকারের