AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu: বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভূমিধসে মৃত কমপক্ষে ৩০, বাড়ছে আতঙ্ক

Landslide in Jammu: আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে। পাহাড় ও নিচু এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের (KU) সমস্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Jammu: বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভূমিধসে মৃত কমপক্ষে ৩০, বাড়ছে আতঙ্ক
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা
| Updated on: Aug 27, 2025 | 8:33 AM
Share

জম্মু: মর্মান্তিক। বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রার পথে ভূমিধসে মৃত্যু হল কমপক্ষে ৩০ জন পুণ্যার্থীর। জম্মু ও কাশ্মীরের কাটরায় ভারী বৃষ্টির ফলে ওই ভূমিধস হয়। গতকাল সন্ধে থেকে উদ্ধার অভিযান চালানো হয়। গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। শুধু বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে নয়, ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

ভারী বৃষ্টিতে গত কিছুদিন ধরেই বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। অগস্টের মাঝামাঝি মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান হয়েছিল কিস্তওয়ারে। তারপর কাঠুয়ায়ও মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নেমেছিল। ২ জায়গাতেই প্রাণ গিয়েছিল অনেকের। এবার ভারী বৃষ্টির জেরে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে ধস নামে। তাতেই ৩০ জন প্রাণ হারান। সংবাদসংস্থা ANI-কে রিয়াসির এসএসপি পরমবীর সিং বলেন, “ভারী বৃষ্টি জেরে ধসে চাপা পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।” মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বৃষ্টির মধ্যে কেন খোলা ছিল বৈষ্ণোদেবী মন্দির? এই নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধসে মৃত্যুর ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেছেন তিনি। কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন। ধস নামার পরই উদ্ধারকাজে নামে NDRF এবং CRPF। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে। পাহাড় ও নিচু এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের (KU) সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।