AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ATM-এ ক্যাশ নেই ভেবে চলে যান? আপনার টাকা কার হাতে চলে যাবে, ভাবতেও পারবেন না…

ATM Fraud: একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএমে অভিযুক্ত অন্যদের টাকা চুরি করে লাখপতি হওয়ার পরিকল্পনা করেছিলেন। মঙ্গলবার সকালে তিনি চুপিচুপি এটিএমে এসে ক্যাশ ট্রে-তে একটি লোহার টুকরো আটকে দিয়ে পালিয়ে যান। এটিএমের আশেপাশেই তিনি ওৎ পেতে বসেছিলেন।

ATM-এ ক্যাশ নেই ভেবে চলে যান? আপনার টাকা কার হাতে চলে যাবে, ভাবতেও পারবেন না...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Nov 06, 2025 | 7:09 AM
Share

লখনউ: এটিএমে গিয়েছিলেন টাকা তুলতে, পিন দেওয়ার পর শব্দ হলেও, বেরল না টাকা! ভেবেছিলেন হয়তো এটিএমে পর্যাপ্ত টাকা নেই। সেই ভেবেই কার্ড নিয়ে চলে গিয়েছিলেন। তবে বেরিয়ে মোবাইল দেখতেই চোখ কপালে। এ কী! ব্যাঙ্ক থেকে তো টাকা কেটে নিয়েছে। কোথায় গেল তাহলে সেই টাকা?

নিত্যদিন নিত্য নতুন প্রতারণার কৌশল সামনে আসছে। এবার এটিএম থেকে অন্য গ্রাহকদের টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি। কীভাবে তিনি চুরি করছিলেন? একটা লোহার টুকরোর মাধ্যমে। এটিএমের ক্যাশ ট্রে-তে ঢুকিয়ে দিয়েছিলেন লোহার টুকরো, যার জেরে আটকে যায় ওই ট্রে। অন্য কোনও গ্রাহক যখন টাকা তুলতে আসেন, তখন টাকা ট্রে-তে জমা পড়লেও, সেই টাকা বেরচ্ছে না। ওই গ্রাহক বেরিয়ে যেতেই তিনি ঢুকে বের করে আনছেন অন্যের টাকা!

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে। বাদশা নগরের একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএমে অভিযুক্ত অন্যদের টাকা চুরি করে লাখপতি হওয়ার পরিকল্পনা করেছিলেন। মঙ্গলবার সকালে তিনি চুপিচুপি এটিএমে এসে ক্যাশ ট্রে-তে একটি লোহার টুকরো আটকে দিয়ে পালিয়ে যান। এটিএমের আশেপাশেই তিনি ওৎ পেতে বসেছিলেন।

এক গ্রাহক টাকা তুলতে এসে ব্যর্থ হন। এটিএম থেকে টাকা বের না হওয়ায় তিনি চলে যান। এরপরই অভিযুক্ত গিয়ে টাকা বের করে নেয় ট্রে থেকে। এটিএম কোম্পানির সার্ভিল্যান্স টিম গোটা ঘটনাটি দেখতে পেয়েই, সঙ্গে সঙ্গে সিইউজি নম্বরে ফোন করে ওই এলাকার পুলিশ ইন্সপেক্টরকে জানান।

খবর পেয়েই তারা দ্রুত ওই এটিএমে যান এবং সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেন। জেরায় জানা গিয়েছে, অভিযুক্তের নাম অনন্ত প্রকাশ মিশ্র। প্রতাপগড়ের বাসিন্দা তিনি। অভিযুক্ত জানিয়েছেন, এটিএম মেশিনে একটি সরু লোহার টুকরো ঢুকিয়ে দিতেন, যাতে গ্রাহকরা টাকা বের করতে না পারেন। মেশিনের সমস্যা ভেবে তারা চলে যেতেই ওই চিপ বের করে সেই টাকা বের করে নিতেন।