PM Narendra Modi: এই গান শুনে চোখে জল এল প্রধানমন্ত্রী মোদীর, শুনেছেন সেই গান?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 06, 2024 | 3:52 PM

Ram Mandir Inauguration: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু অতিথি আসছেন। ৬ হাজার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন সুপারস্টার রজনীকান্ত থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো অভিনেতারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধু-সন্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।  

PM Narendra Modi: এই গান শুনে চোখে জল এল প্রধানমন্ত্রী মোদীর, শুনেছেন সেই গান?
রামলালার সামনে প্রধানমন্ত্রী।
Image Credit source: Twitter

Follow Us

অযোধ্যা: আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের (Ram Mandir)। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে স্থাপন করা হবে রামলালার মূর্তি (Ram Lala)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তি কোলে করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এবং মূর্তি স্থাপন করবেন। ইতিমধ্যেই উৎসবের সাজে সেজে উঠেছে গোটা অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের আগেই চোখে জল প্রধানমন্ত্রী মোদীর। কী এমন হল হঠাৎ?

প্রধানমন্ত্রী মোদী এ দিন সকালে এক্স হ্যান্ডেলে একটি গান পোস্ট করেন। স্বাতী মেহুল নামক এক উঠতি তারকার কণ্ঠে শ্রীরামকে নিয়ে একটি ভজন সেটি। ওই গানটি শেয়ার করে নমো লেখেন, “যদি আপনি স্বাতীজির কণ্ঠে একবার এই ভজন শোনেন, তবে তা দীর্ঘ সময় আপনার কানে বাজবে। আপনার চোখে জল এনে দেবে এবং মন অনুভূতিতে ভরিয়ে দেয়।”

প্রধানমন্ত্রীর পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই তা ৩ লক্ষ ভিউ পায়। ব্যাপক শেয়ার হয় প্রধানমন্ত্রীর ওই পোস্ট।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু অতিথি আসছেন। ৬ হাজার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন সুপারস্টার রজনীকান্ত থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো অভিনেতারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধু-সন্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Next Article