Bangladesh PM Sheikh Hasina: মোদীর শপথে থাকতে দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হাসিনাকে স্বাগত
Bangladesh PM Sheikh Hasina: শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ অনষ্ঠানে উপস্থিত থাকবেন ৮০০০ জনের বেশি অতিথি। এর জন্য সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন।
নয়াদিল্লি: ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রবিবার সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দিল্লিতে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। মোদীর শপথে উপস্থিত থাকতে বিদেশি প্রতিনিধিদের মধ্যে হাসিনা প্রথম দিল্লিতে পা রাখলেন।
দেশজুড়ে প্রায় দেড়মাস ধরে চলেছে চব্বিশের লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৭ দফায় ভোটগ্রহণ হয়। আর এই নির্বাচনে ২৪০টি আসন পায় বিজেপি। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ জন সাংসদের সমর্থন। বিজেপি ও তাদের জোটসঙ্গীরা সেই প্রয়োজনীয় সংখ্যা পেয়েছে। এনডিএ-র আবেদনে সাড়া দিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেইমতো তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এনডিএ। রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে হবে শপথ অনুষ্ঠান।
শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। পুলিশকর্মীরা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কম্যান্ডোরা থাকবেন নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি স্নাইপার ও ড্রোনের মাধ্যমেও চালানো হবে নজরদারি। শপথ অনষ্ঠানে উপস্থিত থাকবেন ৮০০০ জনের বেশি অতিথি। এর জন্য সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বিদেশি অতিথি হিসেবে এদিন সকালে দিল্লিতে পৌঁছন। ৯ তারিখ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর ১০ জুন বাংলাদেশে ফিরে যাবেন তিনি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন হাসিনা। যার জবাবে মোদী জানিয়েছিলেন, দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। সূত্রের খবর, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন হাসিনা।