Chandrashekhar Azad: কোমরে গুলির ক্ষত, হাসপাতালে ভর্তি ‘রাবণ’, আটক ৪ সন্দেহভাজন

Uttar Pradesh: উত্তর প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, চন্দ্রশেখর আজাদের উপরে হামলা চালানোর সন্দেহে চারজনকে আটক করেছে। হামলা চালানোর জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, তাও বাজেয়াপ্ত করা হয়েছে।

Chandrashekhar Azad: কোমরে গুলির ক্ষত, হাসপাতালে ভর্তি 'রাবণ', আটক ৪ সন্দেহভাজন
হাসপাতালে ভর্তি চন্দ্রশেখর আজাদ।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 10:13 AM

লখনউ: ভীম আর্মির প্রধানের উপরে প্রাণঘাতী হামলা। বুধবার প্রকাশ্যে গুলি চলল চন্দ্রশেখর আজাদের (Chandrashekhar Azad) উপরে। উত্তর প্রদেশের (Uttar Pradesh) সাহারানপুরে তাঁর উপরে হামলা চলে। জানা গিয়েছে, চন্দ্রশেখরের কোমরে গুলি লেগেছে। বর্তমানে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। গতকাল রাতেই হাসপাতালের তরফে জানানো হয়, বর্তমানে আজাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। কোমরে গুলি লাগলেও, প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা নেই। এদিকে, উত্তর প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, চন্দ্রশেখর আজাদের উপরে হামলা চালানোর সন্দেহে চারজনকে আটক করেছে। হামলা চালানোর জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, তাও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ দিল্লি থেকে উত্তর প্রদেশের সাহারানপুরে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন তাঁর ভাই। টয়োটা ফরচুনার গাড়িতে করে যাচ্ছিলেন তাঁরা, হঠাৎ তাঁদের উপরে চড়াও হয় হামলাকারীরা।  সাদা রঙের মারুতি সুইফট ডিজায়ার গাড়ি থেকে দুষ্কৃতীরা চন্দ্রশেখর আজাদের গাড়ির পিছনে গুলি চালায়। চার রাউন্ড গুলি চালানো হয়, এরমধ্যে একটি গুলি চন্দ্রশেখরের কোমরে লাগে।

চিকিৎসকেরা জানিয়েছেন, বুলেটের খোল চন্দ্রশেখরের কোমরে লেগেছে। চোট গুরুতর নয়। তাঁকে সাহারানপুরের দেওবন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের বিছানা থেকে শুয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন চন্দ্রশেখর আজাদ। তিনি জানান, কে বা কারা হামলা চালিয়েছিল, তা তিনি মনে করতে পারছেন না। তবে তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা হামলাকারীদের চিনতে পারবেন।