AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AADHAAR Card-এ একবারই বদলাতে পারবেন জন্মতারিখ, নাম বদলও করা যাবে না বারবার!

Aadhaar Card Update: UIDAI-র সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এবার থেকে আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা বিশেষ করে আঙুলের ছাপ ও জন্মতারিখ বারবার বদল করা যাবে না। আধারের অপব্যবহার রুখতে নতুন সিস্টেম আনা হয়েছে।

AADHAAR Card-এ একবারই বদলাতে পারবেন জন্মতারিখ, নাম বদলও করা যাবে না বারবার!
ফাইল চিত্রImage Credit: Getty Image
| Updated on: Jul 26, 2025 | 12:21 PM
Share

নয়া দিল্লি: আধার কার্ডে কি আপনার নাম ভুল রয়েছে? বা জন্মতারিখে গরমিল রয়েছে? তাহলে খুব সাবধান। এবার আর ইচ্ছামতো আধার কার্ডে তথ্য বদল করতে পারবেন না। আধার কার্ডের নিয়মে এসেছে বিরাট বদল।

নতুন নিয়মে এবার চাইলেই আর বারবার আধার কার্ডে নাম বা জন্মতারিখ বদল করা যাবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা UIDAI-র তরফে কড়া নিয়ম আনা হয়েছে আধার কার্ডের অপব্যবহার এবং পরিচয় চুরি যাতে না হয়, তা আটকাতে।

UIDAI-র সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এবার থেকে আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা বিশেষ করে আঙুলের ছাপ ও জন্মতারিখ বারবার বদল করা যাবে না। আধারের অপব্যবহার রুখতে নতুন সিস্টেম আনা হয়েছে।

আধার কার্ডে এবার থেকে সর্বাধিক দুইবারই নাম বা নামের বানান পরিবর্তন করা যাবে। তার বেশিবার নাম বদল করা যাবে না। তবে পদবির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

আধার কার্ডে জন্মতারিখ মাত্র একবারই বদল করা যাবে। লিঙ্গ সারা জীবনে দুইবারই বদল করা যাবে।

মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ঠিকানার ক্ষেত্রে এমন কোনও বাধ্যবাধকতা নেই। এই তথ্যগুলি যতবার প্রয়োজন, বদল করা যাবে।

জালিয়াতি রুখতে বার্থ সার্টিফিকেটেও বদল আনা হয়েছে। ২০২২ সালের ৫ মে-র পর যারা জন্মগ্রহণ করেছেন, তাদের আধার কার্ড তৈরির জন্য জমা দেওয়া বার্থ সার্টিফিকেটে কিউআর কোড থাকা বাধ্যতামূলক। নাহলে সেই বার্থ সার্টিফিকেটকে বৈধ বলে গ্রহণ করা হবে না। বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বর থাকে, সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে। তা আপলোড না করলে, নতুন আধার কার্ড তৈরি হবে না।

কীভাবে বদল করবেন?

আধার পরিষেবা কেন্দ্র বা পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের তথ্য, বায়োমেট্রিক আপডেট করতে পারবেন। নতুন সিস্টেমে এও দেখা যাবে যে কোনও ব্যক্তি আগে নাম বা জন্মতারিখ পরিবর্তন করেছেন কি না। যদি পরিবর্তন করে থাকেন, তা দেখিয়ে দেবে সিস্টেমে। পরবর্তীতে আর আপডেট করতে পারবেন কি না, তাও দেখা যাবে এই সিস্টেমে।