নয়া দিল্লি: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। সিডিএসের মৃত্যুতে স্বাভাবিকভাবেই দেশ জুড়ে শোকের ছায়া। সেই আবহেই শোকবার্তা এল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, সিডিএস রাওয়াতে মৃত্যু দুই দেশের পক্ষেই সমান ক্ষতির। নিজের ব্যক্তিগত টুইটার প্রোফাইলে তিনি জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার ইতিমধ্যেই কথা হয়েছে এবং এই দুঃখজনক ঘটনায় তিনি ভারতের বিদেশমন্ত্রীকে সমবেদনা জানিয়েছেন।
টুইটারে তিনি লেখেন, “আজ ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে আমি কথা বলে সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত, তাঁর সহকর্মীদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছি। জেনারেল রাওয়াত একজন শক্তিশালী নেতা ছিলেন। আকস্মিকভাবে তাঁর এই চলে যাওয়া দুই দেশেরই ক্ষতি করল।” বুধবার, ৮ ডিসেম্বর দুপুরে মাঝ আকাশেই ভেঙে পড়ে ভারতীয় সেনার এমআই-১৭ হেলিকপ্টার। হেলিকপ্টারে ছিলেন দেশের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ মোট ১৪ জন। রাওয়াতের স্ত্রী দুর্ঘটনাস্থলের প্রাণ হারান। গুরুতর জখম রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় দেশের প্রথম প্রতিরক্ষা প্রধানের। প্রাণ হারিয়েছেন আরও ১১ জনও।
উল্লেখ্য, প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত যে হেলিকপ্টারটিতে ছিলেন, সেটি এমআই-১৭। এমআই সিরিজ়ের সর্বাধুনিক হেলিকপ্টার হল এই এমআই-১৭-ভি-৫। রাশিয়া থেকে যে কপ্টারগুলি ভারত পেয়েছে, তার মধ্যে সর্বাধুনিক হল এই ভি-৫ মডেল। সাধারণত এই ধরনের হেলিকপ্টারগুলিতে ডবল ইঞ্জিন থাকে। অর্থাৎ, যদি ছোটখাটো কোনও যান্ত্রিক গোলযোগ হয়, বা যদি একটি ইঞ্জিন বিকল হয়ে যায়, তাহলে তা সামাল দেওয়ার জন্য বিকল্প একটি ইঞ্জিন থাকে। যান্ত্রিক গোলযোগ যে কোনও সময়েই হতে পারে। কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা থেকেই যাচ্ছে। বায়ুসেনা ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর দেশের চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত। দীর্ঘ দিনের সেনা জীবনে বর্ণময় অধ্যায় জড়িয়ে রয়েছে প্রতিরক্ষা প্রধানের। ১৯৭৮ সাল ভারতীয় সেনা বাহিনী থেকে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব পাওয়ার আগেই সেনাপ্রধান হিসেবে বারবার কর্মদক্ষাতার পরিচয় দিয়েছেন তিনি।
চার দশকের চাকরি জীবনে, জেনারেল রাওয়াত পরম বিশেষ সেবা পদক (PVSM), উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক (AVSM), বিশেষ সেবা পদক, যুদ্ধ সেবা পদক এবং সেনা পদকে ভূষিত হয়ছেন।