Suvendu meets Shah: দিল্লিতে ‘চাণক্য’ শাহকে বাংলার পরিস্থিতি জানালেন শুভেন্দু
Suvendu meets Shah: এক্স হ্যান্ডলে অমিত শাহর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি পোস্ট করেছেন শুভেন্দু। সেখানে দেখা যায়, দু'জনেই খোশমেজাজে বসে রয়েছেন। ওই পোস্টে শুভেন্দু জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিষয়ে অমিত শাহর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়েছেন তিনি। সেই প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দিল্লিতে শাহের বাসভবনে যান তিনি। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়। শাহের সঙ্গে সাক্ষাতের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা তিনি তুলে ধরেন।
বিজেপি প্রার্থীদের হয়ে দিল্লিতে বাঙালি অধ্য়ুষিত এলাকায় প্রচারে জোর দিয়েছেন শুভেন্দু। গতকাল তিনি সিআর পার্কে প্রচার করেন। এদিন করোলবাগে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যোগ দেন শুভেন্দু। আর সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এক্স হ্যান্ডলে অমিত শাহর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি পোস্ট করেছেন শুভেন্দু। সেখানে দেখা যায়, দু’জনেই খোশমেজাজে বসে রয়েছেন। ওই পোস্টে শুভেন্দু জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিষয়ে অমিত শাহর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্ককে শাহকে জানিয়েছেন।
জানা গিয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন শুভেন্দু। তিলোত্তমাকাণ্ড ও স্যালাইনকাণ্ডের কথাও তুলে ধরেছেন। তৃণমূলের বিরুদ্ধে তোষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও শাহকে জানান। নদিয়ার স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের ভূমিকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু। এমনকি, দলের সাংগঠনিক অবস্থা নিয়ে শাহকে তিনি অবহিত করেছেন বলে জানা গিয়েছে।
এদিন শাহর সঙ্গে বৈঠকে যে ছবি শুভেন্দু পোস্ট করেছেন, সেখানে দেখা যায়, অমিত শাহর মাথার উপর চাণক্যের ছবি রয়েছে। বিজেপি নেতারা শাহকে ‘চাণক্য’ বলে অনেকসময় সম্বোধন করেন। ফলে চাণক্যের ছবির তাৎপর্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।





