Delhi Election: সরকারি চাকরির জন্য পড়ছেন? মিলবে ১৫ হাজার টাকা! বড় প্রতিশ্রুতি বিজেপির
Delhi Election: সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, এমন পড়ুয়াদের এককালীন ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা করল বিজেপি। দিল্লির নির্বাচনে জিতে এলেই মিলবে সেই সাহায্য।
দিল্লি: সময়ের কাঁটা ঘুরছে। আর যত দিন পেরোচ্ছে, তত বাড়ছে চাপ। দিল্লি হবে কার? উত্তর অধরা। কিন্তু নির্বাচনে জিততে কোনও দিক থেকেই কমতি রাখছে না রাজনৈতিক দলগুলি।
সম্প্রতি, নিজেদের প্রথম দফার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপি। তাতে ভরে ভরে রয়েছে প্রতিশ্রুতি। এদিন আরও এক দফা ইস্তেহার প্রকাশ করল পদ্ম শিবির। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও প্রতিশ্রুতির অভাব নেই। উল্টে এবার দিল্লির নির্বাচনে ভোটব্যাঙ্কে বাড়তি জোর পেতে পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল তারা।
সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, এমন পড়ুয়াদের এককালীন ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা করল বিজেপি। দিল্লির নির্বাচনে জিতে এলেই মিলবে সেই সাহায্য। পাশাপাশি তাদের আরও দাবি, নির্বাচনে জিতে এলে কেজি থেকে পিজি সবার পড়াশোনার খরচ জোগাবে রাজ্য সরকার। পড়ুয়া জীবনের শুরু থেকে একেবারে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে মিলবে পড়াশোনার সুযোগ।
শুধু তা-ই নয়, অটো ও ট্যাক্সি চালকদের ১০ লক্ষ টাকার জীবন বীমার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এছাড়াও, মিলবে পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনা বীমাও।
প্রসঙ্গত, দিন কয়েক আগে অমিত শাহের অম্বেদকর মন্তব্য ঘিরে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধীরা। উত্তপ্ত হয়েছিল সংসদ চত্বরও। এবার দিল্লির নির্বাচনের মধ্যে দিয়েই অম্বেদকর বিতর্ককে একেবারে চেপে দিতে মরিয়া বিজেপি। তাই অম্বেদকর ভাতা প্রকল্পের নামে তফসিলি জাতির পড়ুয়াদের প্রতি মাসে ১ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিল তারা।