Modi Ka Parivaar: ভোটের মুখে ‘মোদী কা পরিবারের’ শক্তি দেখাচ্ছে বিজেপি, তৈরি নতুন স্লোগান

Narendra Modi: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং বিজেপির প্রথম সারির আরও অনেক নেতা এক্স হ্যান্ডেলে প্রোফাইল নাম বদলে ফেলেছেন। নিজেদের নামের সঙ্গে যুক্ত করেছেন 'মোদী কা পরিবার'। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও তাঁর এক্স হ্যান্ডেলে নামের সঙ্গে যোগ করেছেন 'মোদীজির পরিবার'।

Modi Ka Parivaar: ভোটের মুখে 'মোদী কা পরিবারের' শক্তি দেখাচ্ছে বিজেপি, তৈরি নতুন স্লোগান
মোদী কা পরিবার স্লোগান তৈরি বিজেপিরImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Mar 04, 2024 | 4:16 PM

নয়া দিল্লি: লোকসভা ভোটের মুখে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে ব্যাপক আকার ডিজিটাল প্রচার শুরু করে দিল বিজেপি। এবারের ডিজিটাল প্রচারের স্লোগান ‘মোদী কা পরিবার’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং বিজেপির প্রথম সারির আরও অনেক নেতা এক্স হ্যান্ডেলে প্রোফাইল নাম বদলে ফেলেছেন। নিজেদের নামের সঙ্গে যুক্ত করেছেন ‘মোদী কা পরিবার’। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও তাঁর এক্স হ্যান্ডেলে নামের সঙ্গে যোগ করেছেন ‘মোদীজির পরিবার’।

২০১৪ সাল থেকে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বিজেপির মোদী সরকার। ২০১৪ সালে ব্যাপক জনমত নিয়ে সরকার গঠনের পর, ২০১৯ সালে আরও বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। সেইবারও মোদীর মুখকেই সামনে থেকে প্রজেক্ট করা হয়েছিল লোকসভা ভোটের সময়। তখনও সোশ্যাল মিডিয়ায় ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগানকে সামনে রেখে প্রচার চালানো হয়েছিল। এবার সামনে আরও একটি লোকসভা নির্বাচন। এবার আরও বড় জয় নিশ্চিত করার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই এবারের টার্গেট জানিয়ে দিয়েছেন। ৪০০-র বেশি আসনে এবার জয় চাইছেন মোদী আর এবার সেক্ষেত্রে বাংলার জন্য তিনি টার্গেট দিয়েছেন ৪২-এ বিয়াল্লিশ।

প্রসঙ্গত, গতকালই আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব মোদীকে তাঁর পরিবার নিয়ে খোঁচা দিয়েছেন। আর এরপরই একেবারে সোশ্যাল মিডিয়ায় রণংদেহি মেজাজে বিজেপির তাবড় রথী-মহারথীরা। অমিত শাহ, জে পি নাড্ডা,  পীয়ূষ গোয়েল, নিতিন গড়করী-সহ বহু নেতা এক্স হ্যান্ডেলে তাঁদের নামের সঙ্গে যোগ করেছেন ‘মোদী কা পরিবার’।