Uttar Pradesh: নিরাপত্তা ও সুশাসনের নজির করেছে উত্তর প্রদেশ, ৩৫০ আসন পাক্কা: যোগী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 19, 2021 | 7:36 PM

Uttar Pradesh Assembly Election 2022, এই দিনের সাংবাদিক বৈঠকে যোগীর দাবি এর আগে রাজ্যের কোনও নির্বাচিত সরকার সাধারণ মানুষের জন্য এই পরিমাণ উন্নয়ন করতে পারেনি। এই বিপুল উন্নয়নের ওপর ভর করেই আগামী বিধানসভা নির্বাচনে ৩৫০-র বেশি আসনে বিজেপি জয়লাভ করবে বলেই আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ

Uttar Pradesh: নিরাপত্তা ও সুশাসনের নজির করেছে উত্তর প্রদেশ, ৩৫০ আসন পাক্কা: যোগী
যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

Follow Us

লখনউ: সরকারের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষে,সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের যাবতীয় ইতিবাচক পদক্ষেপ গুলি তুলে ধরার চেষ্টা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার সাংবাদিক সম্মলনে যোগীর দাবি গত সাড়ে চার বছরে রাজ্যে যেসব উন্নয়ন মূলক কর্মকাণ্ড হয়েছে, তাতে উত্তর প্রদেশ (Uttar Pradesh) সম্পর্কে মানুষের ধারণাই বদলে গিয়েছে।

উত্তর প্রদেশের বিজেপি (BJP) শাসনের মেয়াদকালে নিরাপত্তা ও সুশাসনে নজির গড়েছে রাজ্য। কারণ হিসেবে মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন যেখানে আগে প্রতিনিয়ত দাঙ্গা, হানাহানি লেগেই থাকত, সেখানে এই সময়ের মধ্যে রাজ্যে একটিও সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়নি। যে মাফিয়া রাজ ও দুষ্কৃতী দৌরাত্মের জন্য় উত্তর প্রদেশ কুখ্যাত ছিল, সেই সব মাফিয়ারা বর্তমানে পলাতক এবং সমাজ বিরোধীরা জেলে বন্দী।

 

আরও পড়ুন ‘তৃণমূল যেন বিড়ম্বনায় না ফেলে’, ‘বোনের’ জন্য ‘দিদির’ কাছে প্রার্থনা বাবুলের!

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে তৈরি নতুন ভারতে নতুনভাবে উত্তর প্রদেশের উদ্ভব হয়েছে বলেই মনে করেন যোগী আদিত্যনাথ। এই সাড়ে চার বছরে সরকারি চাকরির (Government recruitment) নিয়োগে স্বচ্ছতা বেড়েছে, বিভিন্ন সরকারি দফতরে, প্রায় সাড়ে চার লক্ষ নতুন চাকরি হয়েছে। “আমাদের সরকার কাউকে মুখ দেখে চাকরি দেয়নি, যাঁরা চাকরি পেয়েছেন প্রত্যেকেই মেধার ভিত্তিতে পেয়েছেন। আগের সরকার গুলিতে, পারিবারিক প্রভাব খাঁটিয়ে চাকরি বিলি করা হয়েছে। ” এমনটাই দাবি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর।

সাংবাদিক সম্মেলনে যোগীর দাবি, দেশ বিদেশে শিল্পপতিরা উত্তর প্রদেশে বিনিয়োগ করতে আগ্রহী। ইতিমধ্যেই রাজ্যে তিন লক্ষ কোটি টাকারও বেশী বিনিয়োগ হয়েছে। যোগ্য নেতৃত্ব ও জনহিতৈষী চিন্তাধারার সুবাদে রাজ্যে বড় বড় পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

সাংবাদিক বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানান ,রাজ্যের ৬ কোটি ৯০ লক্ষ মানুষকে জন আরোগ্য যোজনার (Jan Arogya Yojona) আওতায় আনা হয়েছে, প্রত্যেক গরিব মানুষের জন্য পৃথক রেশন কার্ডের বন্দোবস্ত করা হয়েছে, রাজ্যের মহিলাদের নিরাপত্তার দিকেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে। যোগী দাবি করেন এক কোটি ৪১ লক্ষ বাড়ির জন্য বিনামূল্য়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় এক কোটি ষাটষট্টি লক্ষ পরিবারকে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে।

এই দিনের সাংবাদিক বৈঠকে যোগীর দাবি এর আগে রাজ্যের কোনও নির্বাচিত সরকার সাধারণ মানুষের জন্য এই পরিমাণ উন্নয়ন করতে পারেনি। এই বিপুল উন্নয়নের ওপর ভর করেই আগামী বিধানসভা নির্বাচনে ৩৫০-র বেশি আসনে বিজেপি জয়লাভ করবে বলেই আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কালে উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপনে বাংলার মা ফ্লাইওভারের ছবি সামনে আসা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল তাতে ভোটের আগে ভাবমূ্র্তি ধাক্কা খেয়েছে যোগী সরকারের। ওই বিজ্ঞাপনকে হাতিয়ার করে আদৌ উত্তর প্রদেশে কোনও উন্নয়ন হয়নি, তাই অন্য রাজ্যের ছবি ব্যবহার করতে হচ্ছে বলে আক্রমণ করে বিরোধীরা। সাংবাদিক বৈঠকে উন্নয়নের খতিয়ান তুলে ধরে একদিকে, সেই অস্ত্র ভোঁতা করার চেষ্টা করলেন, অন্যদিকে কৌশলে সরকারি তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে বিধানসভা নির্বাচনে প্রচারে একধাপ এগিয়ে থাকার চেষ্টা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

 

আরও পড়ুন Afghanistan crisis: কয়েক ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি পাল্টি খেলেন ইমরান

Next Article