প্রথমে একটা পা, তারপর হাত…সমুদ্র থেকে ভেসে আসা বস্তা খুলতেই শরীর ঠান্ডা হয়ে গেল পুলিশের

Dead Body: সোমবার সকালে মুম্বইয়ের গোরাই সমুদ্র সৈকতে ভেসে আসে ওই বস্তাটি। সেই সময় সৈকতে যারা উপস্থিত ছিলেন, তারাই পুলিশে খবর দেন।

প্রথমে একটা পা, তারপর হাত...সমুদ্র থেকে ভেসে আসা বস্তা খুলতেই শরীর ঠান্ডা হয়ে গেল পুলিশের
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Nov 12, 2024 | 7:36 AM

মুম্বই: সমুদ্রের পাড়ে ভেসে এসেছিল মস্ত এক প্লাস্টিকের বস্তা। সবাই ভেবেছিল, বস্তার ভিতরে দামী কিছু রয়েছে হয়তো। কিন্তু পুলিশ এসে বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। কোনও অমূল্য রত্ন নয়, এক এক করে বেরল কাটা হাত, পা। এভাবেই বস্তার ভিতর থেকে ৭ টুকরো করা দেহ উদ্ধার হল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার সকালে মুম্বইয়ের গোরাই সমুদ্র সৈকতে ভেসে আসে ওই বস্তাটি। সেই সময় সৈকতে যারা উপস্থিত ছিলেন, তারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বস্তার ভিতর থেকে টুকরো টুকরো করা দেহ উদ্ধার করে। মৃতদেহটি এক ব্যক্তির, তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। বহু দূরে কোথাও থেকে বস্তাটি ভেসে এসেছিল নাকি রাতের অন্ধকারে কেউ বস্তাটি সমুদ্র সৈকতে ফেলে দিয়ে গিয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।