Bomb threat on Vistara flight: ওড়ার ঠিক আগের মুহূর্তে এল হুমকি ফোন, ভিস্তারা দিল্লি-পুণে বিমানে বোমাতঙ্ক!

Bomb threat on Vistara flight: বিমানে উঠে পড়েছিলেন সমস্ত যাত্রী, মালপত্র। ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। ঠিক সেই সময়ই এল হুমকি ফোনকল।

Bomb threat on Vistara flight: ওড়ার ঠিক আগের মুহূর্তে এল হুমকি ফোন, ভিস্তারা দিল্লি-পুণে বিমানে বোমাতঙ্ক!
ফাইল ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 2:02 PM

নয়া দিল্লি: ভিস্তারা সংস্থার দিল্লি-পুণে উড়ানে বোমাতঙ্ক। শুক্রবার (১৮ অগস্ট), দিল্লি বিমানবন্দর থেকে বিমানটি উড়ে যাওয়ার ঠিক আগে, জিএমআর কল সেন্টারের একটি হুমকি ফোন কল আসে। ফোনে জানানো হয়, ওই বিমানে বোমা রাখা আছে। এরপরই, বিমানবন্দর চত্বরে সাড়া পড়ে যায়। বিমানটি থেকে সমস্ত যাত্রী এবং তাঁদের মালপত্র নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। বিমানটিকে বিমানবন্দরের এক বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটিকে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চলছে। এখনও পর্যন্ত কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।